Logo
Logo
×

খেলা

জুয়ান গাম্পার ট্রফি জিতল মেসিহীন বার্সা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ০১:২২ পিএম

জুয়ান গাম্পার ট্রফি জিতল মেসিহীন বার্সা

লিওনেল মেসিকে ছাড়াই মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুললো বার্সেলোনা। নিষেধাজ্ঞার কারণে দলে ছিলেন না প্রাণভোমরা।

তবে তার অভাব টের পেতে দেননি সতীর্থরা। আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছেন কাতালানরা।  

বার্সার হয়ে গোল করেন লুইস সুয়ারেজ। আর্সেনালের পক্ষে একটি গোল করেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং। অপর গোলটি আত্মঘাতী।

রোববার ন্যু ক্যাম্পে আর্সেনালকে আতিথ্য দেয় বার্সা। শুরুতেই এগিয়ে যায় অতিথিরা। ৩৬ মিনিটে নিশানাভেদ করেন আউবামেয়াং।

তবে ৬৯ মিনিটে নিজেদের সর্বনাশ ডেকে আনে আর্সেনাল। এন্সলি মেতল্যান্দ-নাইলসের আত্মঘাতী গোলে সমতায় ফেরেন স্বাগতিকরা।

এতে তাদের খেলায় গতি আসে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে দুর্দান্ত ভলিতে জয়সূচক গোল করেন সুয়ারেজ।

প্রতি মৌসুমের শুরুতে এ ম্যাচের আয়োজন করে বার্সেলোনা। ক্লাবটির প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পের নামানুসারে একে বলা হয় জুয়ান গাম্পার ট্রফি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম