Logo
Logo
×

খেলা

বাংলাদেশে কাজ করে অনেক কিছু শিখেছি: ওয়ালশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০১৯, ১০:৪৪ পিএম

বাংলাদেশে কাজ করে অনেক কিছু শিখেছি: ওয়ালশ

মাশরাফি বিন মুর্তজা এবং মোস্তাফিজুর রহমানদের সদ্য সাবেক হওয়া পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বলেছেন, বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সময় আমি কোচিং সম্পর্কে অনেক কিছু শিখেছি।

২০১৬ সালে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ওয়ালশ। সদ্যসমাপ্ত ২০১৯ ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি।

জাতীয় দলের সদ্য বিদায়ী পেস বোলিং কোচ বলেন, বাংলাদেশ দলের সঙ্গে আমার সময়টা বেশ ভালো কেটেছে। বিসিবিকে আমি আগেই বলে দিয়েছিলাম যে, বিশ্বকাপের পর আমাকে আর পাওয়া যাবে না। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩২ টেস্টে ৫১৯ উইকেট শিকার করা ওয়ালশ জ্যামাইকা গ্লিনারকে দেয়া সক্ষাৎকারে বলেন, ওয়েস্ট ইন্ডিজ সবসময় আমার হৃদয়ে আছে, থাকবে। নতুন ক্যারিবীয় ক্রিকেটারদের সঙ্গে কাজ করার সুযোগ পেলে আমি অবদান রাখতে পারব বলে মনে করি। 

বিশ্বকাপের পর কোর্টনি ওয়ালশের বাংলাদেশ অধ্যায় শেষ হয়েছে। ফিরে গেছেন নিজের দেশ জ্যামাইকায়। মোস্তাফিজদের এই সাবেক পেস বোলিং কোচ বেকার বসে থাকতে চান না। এরইমধ্যে চাকরি খুঁজতে শুরু করেছেন। ৫৬ বছরের এই সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলারের পছন্দের তালিকায় সবার উপরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডারদের কোচ হওয়ার প্রতি ঝোঁক তার। 

২০৫ ওডিআইতে ২২৭ উইকেট শিকার করা ওয়ালশ বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম