গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগে দারুণ ফর্মে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। রোববার ব্রাম্পটন উলভসের হয়ে এডমন্টন রয়্যালসের বিপক্ষে মাত্র ৪১ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।
তবে তার দুরন্ত ইনিংস ছাপিয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ম্যাচেরই একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, ম্যাচের প্রথম ইনিংসের শেষ বলে আফ্রিদি লং অফের দিকে বল মেরে এক রানের জন্য ধীরে সুস্থে দৌড়াচ্ছেন।
এ দেখে সঙ্গী ওয়াহাব রিয়াজ রান নিতে নিতে বুমবুমখ্যাত তারকাকে জিজ্ঞাসা করেন, দ্বিতীয় রান নেবে না? জবাবে ওয়াহাবকে জোরেশোরে ধমক দেন আফ্রিদি। তিনি বলেন, পাগল নাকি তুই? দৌড়ে রান নিলে বোলিং করবে কে?
এদিন ১০ চার ও ৫ ছক্কায় বিস্ফোরক ইনিংসটি সাজান আফ্রিদি। তার ব্যাটে ভর করে প্রতিপক্ষকে ২০৮ রানের টার্গেট দেয় উলভস।
জবাবে ১৮০ রানে থামে রয়্যালস। শুধু ব্যাটে নয়, বল হাতেও উজ্জ্বল ছিলেন আফ্রিদি। আঁটসাঁট বোলিংয়ে শিকার করেন ১ উইকেট। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতে।