ফেসিয়াল রিকগনিশন নীতিমালাকে নাদেলার স্বাগতম

আইটি ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৯, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিভিন্ন ডিভাইসে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির ব্যবহার নিয়ে নীতিমালা করার উদ্যোগ নেয়ার কথা বলেছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা। প্রযুক্তিটির নীতিমালা থাকলে এর ব্যবহারের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলে জানান তিনি। বৃহস্পতিবার নাদেলা বলেছেন, এমন নীতিমালা বাজারে ডিভাইসটির ব্যবহারে ভারসাম্য রাখতে সহায়তা করবে। শুধু দৌড়ে এগিয়ে থাকায় নয় বরং এর মাধ্যমে নিরাপত্তাও নিশ্চিত হবে। তিনি বলেন, এখন প্রযুক্তিটির ব্যবহারের সঠিক ও ভুল নিয়ে কোনো পার্থক্য করা হচ্ছে না। এটির মাধ্যমে সাধারণ নাগরিকদের ব্যক্তিস্বাধীনতা ও গোপনীয়তার জন্য হুমকি। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিয়েছেন সত্য নাদেলা। সেখানে তিনি তার বক্তব্যে বলেছেন, মাইক্রোসফট প্রযুক্তিটির সঠিক উন্নয়ন করতে চায়। একই সঙ্গে আমরা এটি নিশ্চিত করতে চাই, এটির যে ব্যবহার তা অবশ্যই খুব নিরাপদ হবে। এর আগেও ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে কথা বলেছেন এবং প্রযুক্তি ব্যবহারকারীদের পক্ষে কথা বলেছেন সত্য নাদেলা।