বিশ্বকাপের ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০১৯, ০৫:২৪ এএম
ফাইনাল দিয়ে পর্দা নামছে ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরের। তাতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ফলে আগে বোলিং করবে ইংল্যান্ড।
এর আগে রানার্সআপ হলেও কখনো বিশ্বকাপ জেতেনি কোনো দল। ফলে প্রথমবারের মতো ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের সুবর্ণ সুযোগ তাদের সামনে। সেই লক্ষ্যে ফাইনালি লড়াইয়ে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ঐতিহ্যবাহী লর্ডসে পৌনে ৪টায় খেলতে নামবে তারা।
রোববার ক্রিকেটের তীর্থভূমিতে সাড়ে ৩টা শুরু হওয়ার কথা ছিল শিরোপা নির্ধারণী ম্যাচ। টস হওয়ার কথা ছিল ৩টায়। তবে স্থানীয় সময় সকালে ঝিরঝির বৃষ্টি হয়েছে। এতে আউটফিল্ড ভিজে যায়। ফলে ১৫ মিনিট বিলম্বে টস হয়।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিয়ানায়ক), রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট ও লোকি ফার্গুসন।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারেস্ট, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।