Logo
Logo
×

খেলা

মরগ্যানদের শুভকামনায় ওয়াসিম আকরাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০১৯, ০২:১৭ পিএম

মরগ্যানদের শুভকামনায় ওয়াসিম আকরাম

দ্বাদশ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড। এর আগে কেউই বিশ্ব শিরোপা জেতেনি। স্বভাবতই দুই দলই তা ঘরে তুলতে মরিয়া। এজন্য উভয় দলই বিশ্বের ক্রীড়ামোদিদের সমর্থন চেয়েছেন।

সেই প্রেক্ষিতে যে যার মতো করে তাদের পাশে থাকার ঘোষণা দিচ্ছেন। সেই রেসে পিছিয়ে নেই বিশ্ব ক্রিকেটের নায়ক-মহানায়করাও। পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম ইংল্যান্ডকে সমর্থন জানাচ্ছেন।

এর আগে ইংল্যান্ড সবশেষ ফাইনালে খেলে ১৯৯২ বিশ্বকাপে। সেবার তাদের হৃদয় ভেঙে খানখান করেছিলেন খোদ ওয়াসিমই। এবার ব্রিটিশদের বড় সমর্থক তিনিই।

পাক কিংবদন্তি পেসার ফাইনালে ইংল্যান্ডকে সমর্থন জানানোর ঘোষণা দিয়েছেন। টুইটবার্তায় তিনি লেখেন, ফাইনালে ওঠা দুই দেশেই বহু পাকিস্তানির বসবাস। ফলে নির্দিষ্ট করে একটি দলকে সমর্থন জানানো আমার জন্য খুবই কঠিন। তবে প্রায় ৩০ বছর ধরে আমার দ্বিতীয় ঘর ইংল্যান্ড। তাই মোর হৃদয় যেখানে সেখানকার দলকেই সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছি। মরগ্যানদের জন্য আমার শুভকামনা রইল।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম