
সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে নাটকীয় হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। বৈশ্বিক টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় শোকে মুহ্যমান ১৫০ কোটি ভারতবাসী। তবে খুশির আবহ চিরশত্রু পাকিস্তানে।
রবীন্দ্র জাদেজার মরিয়া লড়াই এবং রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরার সময়ে মহেন্দ্র সিং ধোনির হতাশ মুখ দেখে বুক ফাটছে ভারতীয় সমর্থকদের। ঠিক এর উল্টো ছবি ইমরান খানের দেশে।
সেমিতে কিউইদের কাছে ভারত হারতেই সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গবিদ্রূপ শুরু করেন পাকিস্তানের ক্রিকেটভক্তরা। পাক তথ্য ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন টুইট করেন, পাকিস্তানের নতুন ভালোবাসা নিউজিল্যান্ড।
সঙ্গে সঙ্গে দাবানলের মতো ছড়াতে শুরু করে ভারতীয় ক্রিকেট দল নিয়ে বিদ্রূপাত্মক মিম। ধোনির রানআউট নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি পাক ক্রিকেটভক্তরা।