Logo
Logo
×

খেলা

বাংলাদেশের ক্রিকেটে স্টিভ রোডসের অধ্যায় শেষ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০১৯, ১০:৪১ পিএম

বাংলাদেশের ক্রিকেটে স্টিভ রোডসের অধ্যায় শেষ

মাশরাফি বিন মুর্তজার কাঁধে হাত রেখে এভাবেই আরও ছয় মাস কাজ করতে চেয়েছিলেন স্টিভ রোডস। ফাইল ছবি

বিশ্বকাপে ব্যর্থ মিশনের পর বাংলাদেশের ক্রিকেটকে ঠিক অন্ধকার ঘিরে না ধরলেও একটা ঝড় তো অনুমিত ছিলই। সোমবার বিসিবি নিশ্চিত করলো হেড কোচ স্টিভ রোডসের অধ্যায়ও শেষ হয়ে গেছে।

ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশের ভবিষ্যৎও ঝুলছে। স্পিন কোচ সুনীল যোশি, ফিল্ডিং কোচ রায়ান কুকও নাকি আর টাইগারদের সঙ্গে থাকছেন না।

জাতীয় ক্রিকেট দলের কোচ স্টিভ রোডসের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন। 

তিনি জানিয়েছেন, স্টিভ রোডসের সঙ্গে আমরা একটা পারস্পরিক বোঝাপড়ায় এসেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি একসঙ্গে কাজ না করার। বিশ্বকাপের পর প্রতিটি বোর্ডই ক্রিকেটার ও কোচদের পারফরম্যান্স পুনর্বিবেচনা করে থাকে। সেদিক থেকে আমরা বসেছিলাম। এগুলো আসলে একতরফা হয় না। 

তিনি আরও বলেন, দুই পক্ষের সিদ্ধান্ত নিয়েই হয়। কোচ থাকতে পারবে কি পারবে না, এটা কোচের ইচ্ছার যেমন দরকার হয়, আমাদেরও সিদ্ধান্তের দরকার হয়। সেদিক থেকে দুই পক্ষই রাজি হয়েছি। বোর্ড এবং স্টিভ রোডস সমঝোতায় এসেছে আর একসঙ্গে কাজ না করার ব্যাপারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম