Logo
Logo
×

খেলা

ইমরান তাহির কি বিপিএলে খুলনায় খেলবেন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৯, ০৯:৩৩ পিএম

ইমরান তাহির কি বিপিএলে খুলনায় খেলবেন?

ইমরান তাহির। ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৭ম আসরে খুলনা টাইটানসের হয়ে খেলার কথা রয়েছে ইমরান তাহিরের। এ নিয়ে ক্রীড়াঙ্গনে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। 

সূত্র জানায়, দক্ষিণ আফ্রিকান এ লেগ স্পিনারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা চলছে টাইটানসের ফ্রাঞ্চাইজির সঙ্গে। তবে এখনও চূড়ান্ত হয়নি।

বুধবার রাতে খুলনা টাইটানসের মিডিয়া ম্যানেজার মিনহাজউদ্দিন খানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি যুগান্তরকে বলেন, ‘ইমরান তাহিরসহ বিশ্বের অনেক তারকা ক্রিকেটারের সঙ্গেই আমাদের যোগাযোগ হচ্ছে। তবে এখনও চূড়ান্ত হয়নি। চুক্তি চূড়ান্ত হওয়ার আগে নিশ্চিত করে বলা কঠিন।’ 

২০১২ সালে প্রথমবারের মতো বিপিএল খেলতে ঢাকায় এসেছিলেন দক্ষিণ আফ্রিকান মুসলিম ক্রিকেটার ইমরান তাহির। ওই আসরে তিনি খেলেছিলেন দুরন্ত রাজশাহীর হয়ে। বিপিএলের সবশেষ আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছেন ইমরান তাহির। 

সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিপিএলের সপ্তম আসরে খুলনা টাইটানসের হয়ে খেলবেন বিশ্বের অনত্যম সেরা এ লেগ স্পিনার। 

এবারের বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। আট ম্যাচে পাঁচটিতে টানা হেরে বিশ্বকাপের সেমিফাইনালের আগেই বিদায় নেয়। দলীয় পারফরম্যান্স অপ্রত্যাশিত হলেও বল হাতে উজ্জ্বল ছিলেন ৪০ বছর বয়সী এই লেগ স্পিনার। চলতি বিশ্বকাপে ৮টি ম্যাচ খেলে নিয়েছেন ১০ উইকেট। 

দক্ষিণ আফ্রিকার হয়ে ২০টি টেস্ট ম্যাচ খেলে ৫৭ আর ১০৬টি ওয়ানডে ম্যাচ খেলে ১৭২ উইকেট শিকার করেছেন ইমরান তাহির। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৩৮ ম্যাচে শিকার করেছেন ৬৩ উইকেট। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে নিয়মিত খেলার পাশাপাশি বিপিএল,আইপিএলসহ প্রায় সব ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ খেলে যাচ্ছেন ইমরান তাহির।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম