টাইগার সমর্থকদের প্রত্যাশার কারণে চাপে থাকি না: মাশরাফি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০১৯, ০৪:১৭ পিএম
মাঠে এভাবেই টাইগারদের সাপোর্ট দিয়ে যান সমর্থকরা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুতর্জা বলেন, সমর্থকরাই আমাদের প্রাণ। তাদের কারণেই সেরা খেলাটা বের করে আনার চেষ্টা করেন প্রত্যেক খেলোয়াড়। সমর্থকের কারণে আমরা কখনো চাপে থাকি না।
মঙ্গলবার ইংল্যান্ডের বার্মিংহামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ভারতের মুখোমুখি হবে টাইগাররা। বিশ্বকাপের বাঁচা-মরার লড়াইয়ের আগে সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, বাংলাদেশ ক্রিকেট দলকে বাংলাদেশি সমর্থকরা সাপোর্ট করছে। অবশ্যই তারা চায় জয়। এটাই স্বাভাবিক। ভারতের দর্শকরা তাদের দলকে সাপোর্ট করে জয়ই চাইবে। এটা স্বাভাবিক বিষয়। এই প্রত্যাশার কারণে আমরা চাপে থাকব সেটা নয়। মাঠের ১১ জন খেলোয়াড় ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে চাপে থাকে, এমন প্রত্যাশার কারণে নয়।
মাশরাফি আরও বলেন, আমার মনে হয় না আমাদের স্কিলের সমস্যা আছে। অবশ্যই ক্রিকেট মানসিক খেলা। সমর্থকরা তাদের মতো করে ভাবতে পারে। এমনটা নয় যে, তাদের ভাবনা মাথায় নিয়ে আমরা খেলতে নামি।
তিনি আরও বলেন, আমরা যখন খেলতে নামি তখন সব চাপ আমাদের মোকাবেলা করতে হবে এই মানসিকতা নিয়েই খেলতে নামি। চাপের ব্যাপারটা ম্যান টু ম্যান ভেরি করে। অবশ্যই মাঠে চাপ থাকে।