সৌম্য সরকার। ফাইল ছবি
ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত খেলছেন টাইগাররা। দলগত পারফরম্যান্সের পাশাপাশি টাইগারদের ব্যক্তিগত পারফরম্যান্সও চোখ ধাঁধানো। এই পারফরম্যান্সের ওপর ভর করেই সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে টাইগারা।
সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে নিজেদের শেষ দুই ম্যাচ কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। সেই পরীক্ষার প্রথম ধাপে আগামী ২ জুলাই ভারতের মোকাবিলায় নামবে বাংলাদেশ। ৫ জুলাই পরের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই দুই ম্যাচ জিততে হলে নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে লাল-সবুজের দলকে।
ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকারের মতে সেটা শুধু সম্ভবই নয়, তাঁর বিশ্বাস ভারতের বিপক্ষে জিতবে বাংলাদেশ। কিছুতেই ম্যাচের আগে নিজেদের নেতিবাচক ভাবছেন না এই বাঁহাতি ওপেনার।
বৃহস্পতিবার অবসর কাটানোর ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন সৌম্য। বলেন, ভারত ম্যান নিয়ে নিজেদের ভাবনার কথা, ‘ভারত আমাদের চেয়ে এগিয়ে আছে আমরা যদি এটা চিন্তা করে খেলতে নামি, তাহলে আগেই পিছিয়ে যাব। জেতার মানসিকতা নিয়ে নামতে হবে। আমরা এখনো সেমিফাইনালের দৌঁড়ে আছি। নেতিবাচক চিন্তা না করে যেভাবে খেলেছি, সেভাবে খেলতে পারলে ওদের সঙ্গে জেতা সম্ভব এবং আমরাই জিতব।’
সৌম্য দলগত পারফরমেন্সের পাশাপাশি জোর দিয়েছেন নিজের পারফরমেন্সেও। বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪২ রান করলেও এরপর থেকে ব্যাটে রান বন্যা নেই, নেই চার- ছক্বার ফুলঝুরি। আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ বাদে বাকি ৫ ম্যাচে সৌম্য রান করেছেন ২৫, ২, ২৯, ১০ এবং ৩)!
ধারাবাহিক এই রান খরা সৌম্যকে রীতিমতো তাড়িয়ে বেড়াচ্ছে। মনের গহীনে আছে দলকে বিপদে ফেলে দিয়ে আসার অনুশোচনা বোধও। সঙ্গত কারণেই ব্যাট হাতে আবার জ্বলে উঠতে মুখিয়ে আছেন ড্যাশিং এই ওপেনার।
সৌম্য জানালেন, ‘অবশ্যই রানটা ফ্যাক্ট। আমি যেভাবে আউট হয়েছি, যত রান করে আউট হয়েছি ওইগুলি যদি বড় হতো তাহলে ভালো হত। অবশ্যই আমি খুশি না। কারো খুশি হওয়ারও কথা না। এখনো দুইটা ইনিংস বাকি আছে। যদি এখানে ভালো করতে পারি, অবশ্যই আগেরগুলো মুছে ফেলা সম্ভব।’