এক অর্থে আফগানিস্তানকে একাই হারিয়ে দিয়েছেন সাকিব আল হাসান! ব্যাট হাতে হাফসেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি বোলিংয়ে ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয়ের নেপথ্য নায়ক তিনিই। তার এমন অলরাউন্ড পারফরম্যান্সে মুগ্ধ আফগান অধিনায়ক গুলবাদিন নায়েব। বিশ্বসেরা অলরাউন্ডারকে কৃতিত্ব দিতেও ভোলেননি তিনি।
ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নায়েব বলেন, স্পষ্টতই সবশেষ দুটি ম্যাচ আমাদের কঠিন গেল। এদিন আমরা প্রচুর ফিল্ডিং মিস করেছি। তাতে ৩০-৪০ রান বেশি হয়েছে। উইকেট মন্থর ছিল। এ উইকেট থেকে স্পিনাররা সহায়তা পেয়েছে। তবে ব্যাটিং করা খুব কঠিন ছিল না। সাকিবকে কৃতিত্ব দিতেই হবে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দারুণ করেছে সে। একরকম একাই আমাদের উড়িয়ে দিয়েছে ও।
এবারের বিশ্বকাপে অসাধারণ খেলছেন সাকিব। ব্যাট-বল হাতে দারুণ ছন্দে আছেন তিনি। দুই ডিপার্টমেন্টেই সমানভাবে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী এ টাইগার। ২ সেঞ্চুরি ও ৩ হাফসেঞ্চুরিতে ৪৭৬ রান নিয়ে টেবিল টপার তিনি।
বল হাতেও কম যাচ্ছেন না সাকিব। অদ্যাবধি ১০ উইকেট শিকার করেছেন তিনি। এ নিয়ে বিশ্বকাপের দ্বাদশ আসরের সর্বোচ্চ ১০ উইকেট শিকারির তালিকায় ঢুকে গেছেন বাংলাদেশের নয়নমণি। রয়েছেন অষ্টম স্থানে।