Logo
Logo
×

খেলা

বিশ্বকাপটা নিজের করে নিয়েছে সাকিব: আকাশ চোপড়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০১৯, ০৮:২৫ এএম

বিশ্বকাপটা নিজের করে নিয়েছে সাকিব: আকাশ চোপড়া

বিশ্বকাপে দ্যুতি ছড়িয়েই চলেছেন সাকিব আলা হাসান। একরকম আফগানিস্তানকে একাই হারিয়ে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাট হাতে হাফসেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি বোলিংয়ে পাঁচ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয়ের নেপথ্য নায়ক তিনিই।

তার এমন অলরাউন্ড পারফর্ম্যান্সে বিমোহিত ভারতের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। ম্যাচ শেষে সাকিবকে প্রশংসায় ভিজিয়েছেন তিনি।

ছবি ও ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ ভারতীয় লিখেছেন, অসাধারণ পারফর্ম্যান্স। এবারের বিশ্বকাপটা নিজের করে নিয়েছে সে।

এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলছেন সাকিব। ব্যাট-বল হাতে দারুণ ছন্দে আছেন তিনি। দুই বিভাগেই সমানভাবে আলো ছড়াচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী টাইগারদের নয়নমণি। ৬ ম্যাচে ৪৭৬ রান নিয়ে টেবিল টপার তিনি।

বল হাতেও কম যাননি সাকিব। অদ্যাবধি ১০ উইকেট শিকার করেছেন তিনি। এ নিয়ে বিশ্বকাপের দ্বাদশ আসরের সর্বোচ্চ ১০ উইকেটশিকারীর তালিকায় ঢুকে গেছেন বাংলাদেশের প্রাণভোমরা। রয়েছেন অষ্টম স্থানে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম