আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নায়েব বলছেন, প্রথম দিকে না হলেও বিশ্বকাপে নিজেদের সবশেষ দুই ম্যাচে আমরা উল্লেখযোগ্য উন্নতি করেছি। সোমবার বাংলাদেশের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ রয়েছে। আশা করি দিনটি আমাদের হবে।
টাইগারদের বিপরীতে তাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চাওয়া হলে বুদ্ধিদীপ্ত জবাব আসে তার কণ্ঠ থেকে। নায়েব বলেন, আমরা ইতিমধ্যে পথচ্যুত। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছি। তবে তাদের (বাংলাদেশ) নিয়েই যাব।
বিশ্বকাপের দ্বাদশ আসরে এখন পর্যন্ত ছয় ম্যাচের সবকটিতে হেরে আফগানিস্তানের সেমিফাইনালের আশা শেষ হয়ে গেছে। ১০ দলের বিশ্বকাপে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছেন তারা। এটি তাদের দ্বিতীয় বিশ্বকাপ।
আসরে নিজেদের প্রথম চার ম্যাচে ৫০ ওভারই খেলতে পারেনি আফগানিস্তান। তবে পঞ্চম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে স্বরূপে ফেরার আভাস দেন তারা। আর ষষ্ঠ ম্যাচে ভারতকে কাঁপিয়ে দেন আফগানরা।
রোববার সাংবাদিকদের নায়েব বলেন, আমরা বাংলাদেশকে সহজভাবে নিতে পারব না। তারা ভালো দল। বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করেছে ওরা। তবে আমাদের দলটিও মন্দ নয়। প্রথম চার-পাঁচ ম্যাচ আমরা খুবই খারাপ খেলেছি। তবে এখন দিন দিন উন্নতি করছি। আশা করি, আগামীকাল (আজ) আমাদের দিন হবে।