Logo
Logo
×

খেলা

রশিদ-মুজিবকে নিয়ে কী ভাবছে বাংলাদেশ?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০১৯, ০১:৫৭ পিএম

রশিদ-মুজিবকে নিয়ে কী ভাবছে বাংলাদেশ?

বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। স্বভাবতই ঘুরেফিরে আসছে আফগানদের মূলশক্তি স্পিন ত্রয়ীর কথা। তবে রশিদ খান, মুজিব-উর রহমান, মোহাম্মদ নবীদের নিয়ে গড়া প্রতিপক্ষের স্পিন আক্রমণ লাল-সবুজ জার্সিধারীদের বুকে কাঁপন ধরাতে পারছে না।

শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন বলেন, আফগানিস্তানে কয়েকজন বিশ্বমানের স্পিনার আছে। তবে তাতে চিন্তার কিছু নেই। ব্যাট হাতে ছন্দে থাকলে যেকোনো বোলারকেই সামলানো যায়। সহজে খেলা যায়।

তিনি বলেন, সাধারণত আমরা স্পিন ভালো খেলি। তা নিয়ে খুব বেশি একটা চিন্তা নেই। যদিও আফগানদের কয়েকজন বিশ্বমানের স্পিনার আছে। আসলে ব্যাট হাতে ছন্দে থাকলে পেস-স্পিন উভয়ের সঙ্গে অ্যাডজাস্ট করা যায়। সুতরাং খুব বেশি সমস্যা হবে বলে আমার মনে হয় না।

মিঠুনের বিশ্বাস, ব্যাটিংয়ের পুরো ব্যাপারটি আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে। মানসিকভাবে এগিয়ে থাকলে যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়া যায়। খাপখাইয়ে নিয়ে ভালো ব্যাট করা যায়।

আর সব ম্যাচের মতো আফগানিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। তাই এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রতিটি বিভাগে মনোযোগ দিতে সতীর্থদের পরামর্শ দিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান।

তিনি বলেন, বিশ্বমঞ্চে আসলে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। সেটি আফগানিস্তান হোক কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে হোক। প্রত্যেক ম্যাচে আমরা নামি জেতার জন্য। মূল লক্ষ্য হলো- ম্যাচটি জেতা। সেই সঙ্গে আমাদের ফিল্ডিং, বোলিং, ব্যাটিংয়ে মনোযোগী হতে হবে। যেন আমরা প্রত্যেকটি ডিপার্টমেন্টে আমাদের সেরাটা দিতে পারি। কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে নিতে পারি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম