Logo
Logo
×

খেলা

পেরুকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল (ম্যাচ হাইলাইটস)

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০১৯, ০২:১৪ এএম

পেরুকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল (ম্যাচ হাইলাইটস)

কোপা আমেরিকায় শুরু থেকেই দুর্দান্ত খেলছেন স্বাগতিকরা। সেলেকাওদের লাতিন ছন্দ প্রাণ জুড়াচ্ছেন ভক্ত-সমর্থকরা।

গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে ব্রাজিল। আজ ভোরে পেরুকে ৫-০ গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছেন সেলেকাওরা। কোয়ার্টার ফাইনালে টিকিট পকেটে পুরেছে দানি আলভেজের দল।

আজ ঘরের মাঠে ম্যাচের শুরুতেই পেরুকে পাড়ার দল বানিয়ে ছেলেখেলায় মেতেছিল ব্রাজিল।
 
প্রথম গোলের দেখা পেতে ১২ মিনিট অপেক্ষা করতে হয় হলুদ জার্সিদের। পেরুর গোলবার প্রথম লক্ষ্যভেদ করেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার কাসেমিরো।

এর পর ম্যাচের ১৯ মিনিটে গোল করেন রর্বাতো ফিরমিনো। এর পর ১৩ মিনিট প্রতিরোধ গড়ে তোলে পেরুর রক্ষণভাগ।  

ম্যাচের ৩২ মিনিটের মাথায় আবার গোলের দেখা পায় ব্রাজিল। নেইমারের বদলে ব্রাজিল দলে ডাক পাওয়া এভারটন করেন গোলটি।  

৩-০ লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেন সেলেকাওরা।
 

৩ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধের শুরুতে একই রকম অসহায় হয়ে পড়ে পেরু। এ যেন আরও বড় জয় পাওয়ার লক্ষ্য দ্বিতীয়ার্ধে নামল ব্রাজিল।

ম্যাচের ৫৩ মিনিটে দুর্দান্তভাবে ওয়ান-টু খেলে বক্সে ঢুকে গোল করেন অধিনায়ক দানি আলভেজ।  ম্যাচের শেষ সময়ে বদলি নামেন চেলসি তারকা উইলিয়ান। শূন্যহাতে ফেরেননি তিনিও। তার পা থেকেও লক্ষ্যভেদ হয় পেরুর গোলবার। স্কোর গিয়ে দাঁড়ায় ৫-০ তে।

অতিরিক্ত সময়েও আরেকটি গোল পাওয়ার কথা ছিল ব্রাজিলের। এ সময়ে পেনাল্টি মিস করেন ম্যানসিটি তারকা গ্যাব্রিয়াল জেসুস।

অবশেষে রেফারির বাঁশিতে ৫-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এর আগে কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় পায় ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে ভেনিজুলেয়ার বিপক্ষে গোলের দেখা না পেলেও ম্যাচটি ড্র হয়। আজ পেরুকে দুর্দান্তভাবে হারিয়ে গ্রুপ 'এ' থেকে কোয়ার্টারে উঠল তারা।

তিন ম্যাচে ১ জয় ও ২ ড্র নিয়ে কোয়ার্টারে উঠেছে ভেনিজুয়েলাও।

ম্যাচ হাইলাইটস দেখুন:

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম