পাক ম্যাচের সুখস্মৃতি ধারণ করে সাউদাম্পটনের রোজ বোলে আজ আবার নামল ভারত। অনেকেই এ ম্যাচকে ফেভারিট বনাম লাস্টবয় বলে আখ্যা দিচ্ছেন। এমন আবহেই বৃষ্টিহীন আকাশের নিচে বিরাট কোহলি ও গুলবদ্দিন নবিকে নিয়ে মাঠে নামলেন আম্পায়ার।
ইতিমধ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি। লক্ষ্য একটাই দুর্বল আফগানিস্তানের বিপক্ষে রানের পাহাড় গড়ার।
ভারতীয় ব্যাটসম্যানদের চোখে ইয়ন মরগানের রেকর্ডের হাতছানি। সুপার স্যাটার্ডে উদযাপন করতে পারে আজ ধোনি-কোহলিরা। এমন উচ্ছ্বাসই ম্যাচের আগে দেখা মেলেছে সমর্থকদের শারীরিক ভাষায়।
এদিকে লড়াই করতে প্রস্তুত হাসমতউল্লাহরা। দশ মাস আগে এশিয়া কাপের স্মৃতিই আফগানদের সম্বল। সেদিন ভারতকে রুখে দিয়েছিলেন তারা। যদিও দলের সেরা পারফর্মার রশিদ খান এখনও বেশ বিধ্বস্ত।
আজ রোহিত, বিরাটদের বিপক্ষে তিনি স্বরূপে ফিরে আসেন কিনা সেটাই দেখার বিষয়।