সবশেষ দুই বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। এবারও সেই ধারা বজায় রাখতে চান টাইগাররা। তবে তাদের হতাশার বার্তা দিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। তার দাবি, ২০১৯ আসরে বাংলাদেশ নয়, জিতবে ইংল্যান্ড। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় টুইটারে এক ভিডিওবার্তায় তিনি এ মন্তব্য করেন।
শনিবার কার্ডিফে ইংল্যান্ড বধের মিশনে নেমেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফলে আগে ব্যাটিং করছে ইংলিশরা। এ ম্যাচ দিয়ে বিশ্বকাপে টানা তৃতীয়বার স্বাগতিকদের হারানোর সুযোগ লাল-সবুজ জার্সিধারীদের সামনে।
এ সুযোগ লুফে নিতে মরিয়া বাংলাদেশ। ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর অভিজ্ঞতা অনুপ্রেরণা দিচ্ছে মাশরাফিদের। তবে এরপরই বদলে গেছে ইংলিশরা। নতুন এ ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করেন আকাশ। সর্বোপরি এ ম্যাচে ইংলিশদেরই জয়ী দল হিসেবে দেখছেন তিনি। ভারতীয় এ ধারাভাষ্যকার মনে করেন, খেলায় হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত শেষ হাসি হাসবে ইংল্যান্ড।
আকাশ চোপড়া বলেন, মাথায় রাখতে হবে কার্ডিফে খেলবে বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর অভিজ্ঞতা ঘুরপাক খাবে টাইগারদের মনে। সেই আসরে অ্যাডিলেডে ইংলিশদের হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছিল তারা। সেই ক্ষত এখনও তরতাজা মরগানদের। তাই এ ম্যাচ ইংলিশদের কাছে অন্যরকম, বেশ গুরুত্বপূর্ণ। আমি চাচ্ছি বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ুক। তবে আমার কাছে মনে হচ্ছে, শেষ পর্যন্ত ইংল্যান্ডই শেষ হাসি হাসবে।
শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে দুর্দান্তভাবে বিশ্বকাপযাত্রা শুরু করে বাংলাদেশ। তবে পরের ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করে হেরে যায় টাইগাররা। ফলে ২ খেলায় ২ পয়েন্ট নিয়ে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে তারা।
২ খেলায় ২ পয়েন্ট ইংল্যান্ডেরও। বাংলাদেশের মতো দুর্দান্ত জয় নিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে ইংলিশরাও। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারিয়ে শুভসূচনা করে তারা। কিন্তু পরের ম্যাচে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয় স্বাগতিকরা। স্বভাবতই এ ম্যাচে জয় চায় বাংলাদেশ-ইংল্যান্ড।