Logo
Logo
×

খেলা

বাংলাদেশের পতাকা বিক্রি করছেন ব্রিটিশরা!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০১৯, ০৬:৩৭ পিএম

বাংলাদেশের পতাকা বিক্রি করছেন ব্রিটিশরা!

বাংলাদেশের পতাকা বিক্রি করছেন ব্রিটেনের নাগরিকরা। রোববার ইংল্যান্ডের ওভালের কেনিংটন স্টেডিয়ামের সামনে বাংলাদেশের পতাক বিক্রি করেন কয়েকজন ব্রিটিশ নাগরিক। 

রোববারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টাইগারদের ঐতিহাসিক জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি ভাইরাল হতে দেখা গেছে।

এদিন বিশ্বকাপের পঞ্চম ম্যাচে ওভালের কেনিংটনে মুখোমুখি হয় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। শক্তিশালী আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি। 

সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা লিখেছেন, বাংলাদেশের খেলার দিনে কেনিংটন স্টেডিয়ামের সামনে লাল-সবুজের পতাকা বিক্রি করতে দেখা যায় স্টুয়ার্ট নামের এক যুবকসহ কয়েকজন ব্রিটিশকে। 

লাল-সবুজের পতাকা বিক্রি করা স্টুয়ার্টের সঙ্গে পরিচয় হয় বাংলাদেশের এক ক্রীড়া সাংবাদিকের। ওই সাংবাদিক নিজের ফেসবুকে লেখেন, ‘শুধু পাউন্ডের জন্যই যে সে পতাকা বিক্রি করছে, তা নয়। বাংলাদেশকে তার খুব পছন্দ।’

ওই ক্রীড়া সাংবাদিক বলেন, ‘স্টুয়ার্ট একবার বাংলাদেশে এসেছিল। দারুণ স্মৃতি। সেই সুখস্মৃতি থেকেই এই ইংলিশ নাগরিক বাংলাদেশের খেলা শুরুর পূর্বে পতাকা বিক্রি করছেন।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম