Logo
Logo
×

খেলা

ভুয়া জ্যোতিষী ম্যাককালাম!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০১৯, ১২:১৮ এএম

ভুয়া জ্যোতিষী ম্যাককালাম!

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রান্ডন ম্যাককালামের ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণিত করেছে টাইগাররা। বিশ্বকাপ শুরু হওয়ার আগে ম্যাককালাম বলেছিলেন, বাংলাদেশ শুধুমাত্র শ্রীলংকার বিপক্ষে জয় পাবে। অন্য দলগুলোরে বিপক্ষে পাত্তাই পবে না।

কিন্তু তার ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে অসাধারণ জয় পেয়েছে টাইগাররা।

আইসিসি র‌্যাংকিংয়ে তিন নম্বর পজিশনে দক্ষিণ আফ্রিকা। আর বাংলাদেশ সাতে। চার স্তর ওপর এবং ব্যাটিং বোলিংয়ে সমৃদ্ধ দলকে পাড়ার দল বানিয়ে  ৩৩০ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২১ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল। 

ক্রিকেট ছেড়ে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া ম্যাককালাম ইংল্যান্ড বিশ্বকাপে অংশ নেয়া ১০টি দল নিয়েই বিশ্লেষণ করেছিলেন।

বাংলাদেশ দল সম্পর্কে ব্রান্ডন ম্যাককালাম বলেছিলেন, মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি জিতবে মাত্র ১ ম্যাচে। তার শুধুমাত্র শ্রীলংকার বিপক্ষে জয় পাবে। বাকি নয় ম্যাচে- দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, উইন্ডিজ, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিপক্ষে হেরে যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম