বল টেম্পারিং কাণ্ডে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফেরার পর থেকেই ফর্মের তুঙ্গে ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান এই তারকা ওপেনারের ব্যাটিং তাণ্ডবে বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে হেসেখেলে জিতল অস্ট্রেলিয়া।
শনিবার বিশ্বকাপের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিং করে আফগানিস্তান।
প্রথমে বাট করে ২০৭ রানে অলআউট হয় রশিদ খানরা। টার্গেট তাড়া করতে নেমে ৯১ বল হাতে রেখেই এবারের বিশ্বকাপে প্রথম জয় তুলে নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
২০৮ রানের টার্গেটে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ৯৬ রানের জুটি গড়েন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৪৯ বলে ছয়টি চার ও ৪টি ছক্কায় ৬৬ রান করে ফেরেন ফিঞ্চ।
ওয়ার্নার শেষ পর্যন্ত ৮৯ রান করে অপরাজিত ছিলেন। ১১৪ বলে তার ধৈর্যশীল ইনিংসটি ছিল ৮টি চারে সাজানো।
এর আগে ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে উদীয়মান আফগানিস্তান চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ইনিংসের শুরুতে ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় আফগানিস্তান। তবে নজিবুল্লাহ জাদরান, রহমত শাহ, গুলবাদিন নাইব ও রশিদ খানের ব্যাটিং ঝলকে শেষ পর্যন্ত ৩৮.২ ওভারে ২০৭ রান তুলতে সক্ষম হয় আফগানরা।