Logo
Logo
×

খেলা

আমিরের স্বপ্ন হলো সত্যি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০১৯, ০৩:৩৮ পিএম

আমিরের স্বপ্ন হলো সত্যি

বিশ্বমানের যেকোনো খেলোয়াড়ের স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলা। তবে স্পট ফিক্সিং কেলেঙ্কারির কারণে গেল দুই বিশ্বকাপে খেলতে পারেননি পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। অবশেষে তার স্বপ্ন পূরণ হচ্ছে। বিশ্বকাপে অভিষেক ঘটছে বাঁহাতি এ পেসারের। ইংল্যান্ডে শুরু হওয়া ক্রিকেটের সর্বোচ্চ আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলছেন তিনি।

আমির বলেন, নিষেধাজ্ঞার কারণে গেল দুই আসরে খেলা হয়নি। প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে দেশের বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করা। অবশেষে বিশ্বকাপে খেলার স্বপ্ন সত্যি হলো।

২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান। দুই বৈশ্বিক টুর্নামেন্টেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আমির। শিরোপা জয়ে রেখেছিলেন অগ্রণী ভূমিকা। আবার সে রকম কিছু করে দেখাতে চান তিনি।

২৭ বছর বয়সী পেসার বলেন, টুর্নামেন্টে আমার লক্ষ্য উইকেট নেয়া। দলের হয়ে তৃতীয় শিরোপা ঘরে তোলা। ভালো কিছু করে দেখানোর এটা আমার দারুণ সুযোগ।

আমিরের সম্প্রতি পারফরম্যান্সটা মোটেই ভালো নয়। ফলে পাকিস্তানের বিশ্বকাপের প্রাথমিক দল থেকে বাদ পড়েছিলেন তিনি। পরে ভক্ত-সমর্থক ও কিংবদন্তিদের দাবির মুখে চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পান তিনি। এখন দেখার বিষয় সবার আস্থার প্রতিদান দিতে পারেন কিনা এ গতিতারকা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম