
বেন স্টোকসের নেয়া দুর্দান্ত একটি ক্যাচ। ছবি: টুইটার থেকে সংগৃহীত
বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা একটি ক্যাচ ধরেছেন বেন স্টোকস। বৃহস্পতিবার তার অসাধারণ ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান আন্দিল ফেহলুকাওয়ো।
দক্ষিণ আফ্রিকার ইনিংসে আদিল রশিদের করা ৩৫তম ওভারের প্রথম বলে মিড উইকেটে ক্যাচ তুলে দেন ফেহলুকাওয়ো। নিশ্চিত বাউন্ডারি হওয়া বলটিকে শূন্যে শরীর ভাসিয়ে দিয়ে একহাতে অসাধারণ ভঙ্গিতে ক্যাচ নেন বেন স্টোকস।
তার অসাধারণ ক্যাচ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রশংসায় ভাসছেন বেন স্টোকস।
বৃহস্পতিবার ইংল্যান্ডের ওভালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিং, বোলিং এমনকি ফিল্ডিং তিন বিভাগেই অসাধারণ পারফর্ম করে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করেছে ইংলিশরা।
আফ্রিকার বিপক্ষে ৮৯ রান করার পাশাপাশি ২ উইকেট, ২টি ক্যাচ এবং ১টি রান আউট করে ম্যাচ জেতাতে অনন্য ভূমিকা রাখেন ইংলিশ অলরাউন্ডার স্টোকস।
এদিন ইংল্যান্ডের দেয়া ৩১২ রানের টার্গেটে খেলতে নেমে ৩৯.৫ ওভারে ২০৭ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩১১/৮ (বেন স্টোকস ৮৯, মরগান ৫৭, জেসন রয় ৫৪, জো রুট ৫১; লুঙ্গি এনডিগি ৩/৬৬ )।
দক্ষিণ আফ্রিকা: ৩৯.৫ ওভারে ২০৭/১০ (ডি কক ৬৮, দাসুন ৫০, ফেয়ালুকাওয়ে ২৪; আর্চার ৩/২৭)।
ফল: ইংল্যান্ড ১০৪ রানে জয়ী।