Logo
Logo
×

খেলা

বিশ্বকাপে সরফরাজকে বিশেষ পরামর্শ শহীদ আফ্রিদির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০১৯, ০১:৩৩ পিএম

বিশ্বকাপে সরফরাজকে বিশেষ পরামর্শ শহীদ আফ্রিদির

সরফরাজ আহমেদ-শহীদ আফ্রিদি। ফাইল ছবি

বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক সরফরাজকে বিশেষ পরামর্শ দিয়েছেন শহীদ আফ্রিদি। পাকিস্তান অধিনায়ককে ব্যাটিং পজিশন উপরে এনে সামনে থেকে নেতৃত্বের তাগিদ দিয়েছেন তিনি।

পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি বলেন,  ‘চার নম্বরের নিচে নামা মানে সরফরাজ নিজেকে নষ্ট করছে। দলের প্রয়োজনে ওকে উপরের দিকে ব্যাটিংয়ে আসতে হবে। অধিনায়ক হিসেবে সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে হবে।’  

শুক্রবার পারফিউম উৎসব অনুষ্ঠানের উদ্বোধনীতে এসে এসব কথা বলেন আফ্রিদি।

পাকিস্তানের এ কিংবদন্তি ক্রিকেটার আরও বলেন, ‘পাঁচ থেকে সাত নম্বরে ব্যাট করতে হলে হাতে বড় শট থাকা দরকার। যেটা সরফরাজের নেই। তাই ওকে উপরের দিকে ব্যাট করতে হবে। বড় রানের মঞ্চ তৈরি করতে হবে।’ 

‘আমি মনে করি পাকিস্তান ফাইনাল খেলবে। তবে আল্লাহর বিশেষ কৃপায় ফাইনালে উঠাও সম্ভব। আমাদের তরুণদের ক্ষমতা আছে বিশ্বের যেকোনো দেশকে হারিয়ে দিতে। তাই আমি পাকিস্তানকে ফাইনালে দেখতে আশাবাদী।’

তরুণ ক্রিকেটারদের উদ্দেশে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আফ্রিদি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ থাকা অনিবার্য। মানসিক দৃঢ়তার সঙ্গে এটি সব খেলোয়াড়দেরই নিতেই হয়। তবে বিশ্বকাপ টুর্নামেন্ট একজন ক্রিকেটারদের বিশ্ব তারকা হওয়ার সুযোগ এনে দেয়।  সারা বিশ্ব তোমাদের দিকে তাকিয়ে আছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম