Logo
Logo
×

খেলা

৭ বল পর আবারও বৃষ্টি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০১৯, ০৬:৫৬ এএম

৭ বল পর আবারও বৃষ্টি

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার খেলায়ও বৃষ্টি হানা দিয়েছে। 

খেলার ৯ম ওভারের দ্বিতীয় বল করার পর বৃষ্টি শুরু হয়। ৪০ মিনিট পর আবারও খেলা শুরু হয়। সাত বল খেলার পর আবারও বৃষ্টি। খেলা বন্ধ রয়েছে। 

বৃষ্টির আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮.২ ওভারে বিনা উইকেটে ৫৫ রান করে দক্ষিণ আফ্রিকা।

এরপর সাত বলে মাত্র ৫ রান করে আফ্রিকা। ৯.৩ ওভারের খেলা শেষে আফ্রিকার সংগ্রহ ৬০/০ রান। ৩৩ ও ২১ রানে অপরাজিত হাশিম আমলা ও কুইন্টন ডি কক।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের ব্রিস্টলের কাউন্ডি গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। 

এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত জয় পায় হাশিম আমলাদের দক্ষিণ আফ্রিকা।

সেই ম্যাচে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৩৩৮ রান করে। টার্গেট তাড়া করতে নেমে ২৫১ রানে অলআউট হয় শ্রীলংকা।

তবে বিশ্বকাপে আজ রোববার প্রথম প্রস্তুতি ম্যাচ খেলছে উইন্ডিজ। তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম