Logo
Logo
×

খেলা

আসগর আফগান এখনও আমার অধিনায়ক: গুলবাদিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০১৯, ০১:৪৬ এএম

আসগর আফগান এখনও আমার অধিনায়ক: গুলবাদিন

আসগর আফগানের সঙ্গে গুলবাদিন নায়েব

আফগানদের বিশ্বকাপ অধিনায়ক গুলবাদিন নায়েব বলেছেন, এখনও আমার অধিনায়ক আসগর আফগান। আমি তার থেকে থেকে বিভিন্ন সময় নানা কিছু শিখেছি।

সম্প্রতি আইরিশ ও স্কটল্যান্ড সিরিজে তিনি আমাকে প্রচুর হেল্প করেছেন। তিনি আমাকে গাইড করেছেন। তিনি শুধু আমার কাছে অন্য কোনো খেলোয়াড়ের মতো করে নয়, তিনি এখনও আমার ক্যাপ্টেন।

এ নিয়ে দেশ-বিদেশে বিতর্কের ঝড় ওঠে। বিতর্কের আগুনে ঘি ঢালেন রশিদ খান ও মোহাম্মদ নবীর মতো তারকা ক্রিকেটাররাও। 


এবার সেই নতুন অধিনায়ক গুলবাদিন নায়েব আগের অধিনায়ক আসগর আফগানকে নিয়ে আবেগঘন মন্তব্য করেন। 

আফগানদের বিশ্বকাপ অধিনায়ক গুলবাদিন নায়েব বলেন, এখনও আমার অধিনায়ক আসগর আফগান। আমি তার থেকে থেকে বিভিন্ন সময় নানা কিছু শিখেছি। সম্প্রতি আইরিশ ও স্কটল্যান্ড সিরিজে তিনি আমাকে প্রচুর হেল্প করেছেন। তিনি আমাকে গাইড করেছেন। তিনি শুধু আমার কাছে অন্য কোনো খেলোয়াড়ের মতো করে নয়, তিনি এখনও আমার ক্যাপ্টেন। 

আফগান অধিনায়ক বলেন, আমি তার কাছ থেকে সহায়তা চাই। শুধু তার থেকে নয় মোহাম্মদ নবী ও রশিদ খানসহ সব অভিজ্ঞ ক্রিকেটারদের কাছ থেকে সহায়তা চাই। আফগানিস্তান যখন খেলতে নামে তখন অধিনায়ক আলাদা বলে কিছুই নেই, দলের জন্য মাঠে নামে। আমাদের লক্ষ্য একটাই থাকে, সেটা হলো দলের জয়।

সূত্র: আইসিসি ডটকম

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম