Logo
Logo
×

খেলা

সিপিএলের কোন দল কেমন হলো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০১৯, ০৪:০৪ এএম

সিপিএলের কোন দল কেমন হলো

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়ে গেল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সপ্তম আসরের নিলাম। বুধবার লন্ডনে ড্রাফটে ওঠেন ৫৩৬ ক্রিকেটার।

বাংলাদেশ থেকে ডাকে ওঠেন ১৮ ক্রিকেটার। তবে দল পেয়েছেন মাত্র একজন। তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবকে ডেরায় ভিড়িয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়স। এ নিয়ে প্রথমবার দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছে তিনি।

এবার একই দলে খেলবেন টি-টোয়েন্টি ফেরিওয়ালা ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল। জ্যামাইকা তালাওয়াস টেনেছে তাদের। আর বিনোদনমূলক ড্রাগস নিয়ে বিশ্বকাপে ইংল্যান্ড দলে জায়গা হারানো অ্যালেক্স হেলসও সিপিএলে দল পেয়েছেন। তাকে নিয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস।

২০১৯ সালেও সিপিএলে শিরোপার জন্য লড়বে ৬ দল। চলতি বছরের ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগটি। শেষ হবে ১২ অক্টোবর।

একনজরে সিপিএলে কে কোন দলে-

বার্বাডোজ ট্রাইডেন্টস: ইমাদ ওয়াসিম, অ্যাশলে নার্স, শাই হোপ, জনসন চালর্স, সন্দ্বীপ লামিচানে, জোনাথন কার্টার, ওয়াহাব রিয়াজ, আসিফ আলি, জেসন হোল্ডার, অ্যালেক্স হেলস, চিমার হোল্ডার, লেনিকো বাউচার, রোশন প্রিমাস, রেইমন রেইফার, জাস্টিন গ্রিভস, জসুয়া বিশপ ও হেইডেন ওয়ালশ।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ব্রেন্ডন কিং, শারফান রাদারফোর্ড, কিমো পল, ক্রিস গ্রিন, বেন লাফলিন, রোমারিও শিফার্ড, শিমরণ হেটমায়ার, শোয়েব মালিক, নিকোলাস পুরান, শাদাব খান, ওডিন স্মিথ, কিগান সিমন্স, চন্দরপল হেমরাজ, ভিরাসামি পালমাল, অ্যান্থনি ব্রামবেল, ক্লিনটন প্যাস্তানো ও নেত্রভলকার সৌরভ।

 

জ্যামাইকা তালাওয়াস: আমাদ বাট, জর্জ ওয়াকার, গ্লেন ফিলিপস, ওশানে থমাস, জহির খান, ক্রিস্টোফার লামন্ত, রোভম্যান পাওয়েল, চ্যাডউইক ওয়ালটন, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শামার স্প্রিঙ্গার, রামাল লুইস, স্টিভেন জ্যাকবস, ডারভাল গ্রিন, জাভিলি গ্লেন, ইমরান খান ও জ্যাভিয়ের মার্শাল।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়স: আফিফ হোসেন, রায়াদ এমরিত, ডেভন থমাস, শেলডন কটরেল, লরি ইভান্স, র‍্যাসি ভান ডার ডাসেন, শামারহ ব্রুকস, কার্লোস ব্র্যাথওয়েট, এভিন লুইস, ফ্যাবিয়ান অ্যালেন, ইসুরু উদানা, জেরিমিয়া লুইস, ডমিনিক ড্রাকেস, কিরণ কটয়, আকিম জর্দান, উসামা মির ও অ্যারন জোন্স।

সেন্ট লুসিয়া স্টার্স: ওবেড ম্যাকয়, নিরোশান ডিকওয়েলা, জন ক্যাম্পবেল, কেসরিক উইলিয়ামস, আন্দ্রে ফ্লেচার, রাখিম কর্নওয়াল, থিসারা পেরেরা, ড্যারেন স্যামি, ফাওয়াদ আহমেদ, লাসিথ মালিঙ্গা, রোনাল্ড ক্যাটো, জিভর রয়্যাল, আন্দ্রে ম্যাকার্থী, বেউরান হ্যান্ডরিকস, ক্রিস্টোফার বার্নওয়েল ও নিতিশ কুমার।

ত্রিনবাগো নাইট রাইডার্স: জেমস নিশাম, খারি প্রিরি, মোহাম্মদ হাসনাইন, ড্যারেন ব্রাভো, দীনেশ রামদিন, সেকুগে প্রসন্ন, কলিন মুনরো, সুনিল নারাইন, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, আমির জাঙ্গু, অ্যান্ডারসন ফিলিপ, মার্ক দেয়াল, টিয়ন ওয়েবস্টার, জ্যাভন সিয়ারলেস, আকিল হোসেইন ও আলি খান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম