Logo
Logo
×

খেলা

আফগানিস্তানের উদাহরণ টানলেন কোহলি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০১৯, ১০:২৮ এএম

আফগানিস্তানের উদাহরণ টানলেন কোহলি

ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, এবারের বিশ্বকাপে যেকোনো দল নিজেদের দিনে জয় ছিনিয়ে নিতে পারে। প্রতিটি দলের সামর্থ্য আছে বড় দলগুলোকে হারানোর। কাগজ-কালমে কয়েকটি দল বড়। তবে দলগুলোর কাজ কঠিন করে তোলার সক্ষমতা রয়েছে তথাকথিত ছোট দলগুলোর।

এ ক্ষেত্রে ক্রিকেটের নবশক্তি আফগানিস্তানের উদাহরণ টানেন তিনি। ভারতীয় অধিনায়ক বলেন, যেকোনো দল নিজেদের দিনে জয় পেতে পারে। প্রতিটি দল উন্নতি করেছে। আফগানিস্তানের দিকে তাকান। গেল বিশ্বকাপ থেকে এবার সম্পূর্ণ ভিন্ন দল আফগানরা। তবে আমাদের দৃষ্টি থাকবে আমরা কেমন করছি। আমরা যদি নিজেদের স্কিল অনুযায়ী পারফরম করতে পারি, তা হলে বেশিরভাগ সময় ইতিবাচক ফল পাব।

আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে বিশ্বকাপের দ্বাদশ আসর। ইতিমধ্যে বিশ্বকাপের দেশে পৌঁছেছে টিম ইন্ডিয়া। ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযানে নামবেন কোহলিরা।

তথ্যসূত্র: টাইমস নাউ

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম