ভারতের কেরালা রাজ্যের নারীদের এক ক্রিকেট ম্যাচে অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। দলের সব ব্যাটসম্যান শূন্য রানে সাজঘরে ফিরেছেন। তবে প্রতিপক্ষের বোলারদের ‘কল্যাণে’ অতিরিক্ত থেকে এসেছে ৪টি রান।
দেশটির আন্তঃজেলা ক্রিকেট ম্যাচে কাসারাগোদ অনূর্ধ্ব-১৯ দল বায়ানাদ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে লজ্জার এ রেকর্ড গড়ে।
পরে মাত্র ৫ রানের টার্গেটে খেলতে নেমে বায়ানাদ অনূর্ধ্ব-১৯ কোনো উইকেট না হারিয়ে প্রথম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
বুধবার মালাপুরামের পেরিনথলমান্না ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দল দুটি। কাসারাগোদ অধিনায়ক এস অক্ষতা যখন টস জিতে আগে ব্যাটিং বেছে নেন।
ক্রিকেটে ব্যাটিংয়ে বিপর্য হয় ঠিক। তাই বলে এতটা! প্রথম দুই ওভার কাসারাগোদ অনূর্ধ্ব-১৯ দল উইকেট হারায়নি। দুই ওপেনার কে বিক্ষিতা ও এস চৈত্রা ভুগলেও নিজেদের উইকেট অক্ষত রেখেছিলেন।
কিন্তু তৃতীয় ওভার থেকে দলটি দেখল প্রতিপক্ষ বোলারদের ভয়াবহতা। বায়ানাদ অধিনায়ক নৃত্য লোধ ৬ বলে তুলে নিলেন ৩ উইকেট। এরপর নিমেষেই শেষ কাসারাগোদের ইনিংস।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া