Logo
Logo
×

খেলা

উইন্ডিজের বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশ একাদশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০১৯, ১২:০৪ এএম

উইন্ডিজের বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশ একাদশ

ত্রিদেশীয় সিরিজে ইতিমধ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে স্থান করে নেয়ার লক্ষ্যে সেই উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে মাশরাফি বাহিনী। সোমবার বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় ডাবলিনের ম্যালাহাইডে শুরু হবে দুই দলের লড়াই।

চলতি সিরিজে প্রথম দেখায় তিন ডিপার্টমেন্টেই উইন্ডিজকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছেন টাইগাররা।

টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে উইন্ডিজ। আর এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ। এ ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। কারণ তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে আয়ারল্যান্ড।

ঝড়োবৃষ্টির কারণে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারেনি বাংলাদেশ। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে উইন্ডিজের বিপক্ষে পূর্ণ শক্তিশালী দল নিয়েই মাঠে নামবেন লাল-সবুজ জার্সিধারীরা।

ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন দুই ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবাল। ব্যাট-বল দুই বিভাগেই ফর্মে আছেন সাকিব আল হাসান। বরাবরই ধারাবাহিক মুশফিকুর রহিম।

নিজেদের প্রথম ম্যাচে বল হাতে উইকেটের দেখা পেয়েছেন মিরাজ, সাইফউদ্দিন, মোস্তাফিজরা। অধিনায়ক মাশরাফি ৩ উইকেট নিয়ে উইন্ডিজকে একাই ধসিয়ে দিয়েছিলেন।

সিরিজে মাহমুদউল্লাহ, মিঠুন, সাব্বিররা এখন পর্যন্ত ব্যাটের সুযোগই পাননি। এ ম্যাচে তাদের ফিনিশিং দেখা হতে পারে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে এদের সবাইকে স্কোয়াডে দেখা যেতে পারে।

এদিকে সিরিজে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের দেয়া ৩২৭ রানের লক্ষ্য তাড়া করে জিতে ফুরফুরে মেজাজে রয়েছে উইন্ডিজ। আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে হোল্ডার বাহিনীও।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম