Logo
Logo
×

খেলা

তাতেই খুশি তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০১৯, ১০:০৫ এএম

তাতেই খুশি তামিম

বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল বলেছেন, দল আমার কাছে চায়- ওয়ানডে ম্যাচে আমি যতক্ষণ পারি ব্যাট করে যাই এবং ইনিংস নির্মাণ করি।

তামিম দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান। ২০১৭ সাল থেকে একদিনের ক্রিকেটে টাইগারদের সর্বোচ্চ রান সংগ্রাহক। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৯০টি সীমিত ওভারের ম্যাচে ছয় হাজার ৫৪০ রান করেছেন তিনি, ব্যাটিং গড় ৩৬.৩৩। প্রায়ই বাংলাদেশের জয়ে নিয়ামকের ভূমিকা পালন করেন।

সাধারণত তামিমকে এখন আর আগের মতো আগ্রাসী ভূমিকায় দেখা যায় না। নেমে শুরুতেই তেড়েফুঁড়ে খেলেন না। ঝড় তোলারও চেষ্টা করেন না। সাবধানী ও সতর্ক শুরু করেন।

ক্রিকেটবিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকবাজকে ড্যাশিং ওপেনার বলেন, আমি চাইলে কী আর আগের মতো প্রচুর শট খেলতে পারি না? আমি কী আক্রমণাত্মক হতে পারি না? পারি! কিন্তু একটা বিষয়- আমরা দলের জন্য খেলি। এর চেয়ে বড় কিছু নেই।

তামিম বলেন, একসময় আমি ১৫০ স্ট্রাইক রেটে খেলতাম। কিন্তু দল হারত। তাতে লাভ কী? যদি আমি ৬০ স্ট্রাইক রেটে খেলি, দল জেতে, তাতেই আমি খুশি। দল আমার কাছে অনেকক্ষণ ধরে ব্যাটিং চায়। সেটি আমি বুঝতে পারি। সেই রোল (ভূমিকা) পালন করতে পেরে স্বাচ্ছন্দ্যবোধ করি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম