
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:১২ এএম
বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০১৯, ০৩:৪৮ পিএম

আরও পড়ুন
ত্রিদেশীয় সিরিজে দুরন্ত সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে স্রেফ উড়িয়ে দিয়েছে টাইগাররা। স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী তারা।
এ অবস্থায় বৃহস্পতিবার ডাবলিনের মালাহাইডে স্বাগতিক আয়ারল্যান্ডের মোকাবেলা করবে মাশরাফি বাহিনী। এদিন বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে খেলা গড়াতে দেরি হচ্ছে। এখনো টস হয়নি।
স্থানীয় সময় সকাল থেকেই থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আপাতত থামার লক্ষণ নেই। থামলেও ম্যাচ শুরু হতে বিলম্ব হবে। কারণ, আউটফিল্ড ভেজা থাকবে। এতে ম্যাচের দৈর্ঘ্য কমে আসতে পারে।
এ ম্যাচে জিতলেই টুর্নামেন্টে ফাইনাল খেলার পথ আরো উন্মুক্ত হবে বাংলাদেশের। ধারণা করা হচ্ছে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙবে না লাল-সবুজ জার্সিধারীরা। একাদশে কোনো পরিবর্তন আনবে না তারা।
অন্যদিকে সিরিজে নিজেদের প্রথম ওয়ানডেতে যাচ্ছেতাইভাবে হেরেছে আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়েছে দলটি।
তাই বাংলাদেশের বিপক্ষে জিতে পয়েন্ট টেবিলে নামের জ্যৌতি বাড়াতে চায় আইরিশরা। সেই লক্ষ্যেই টাইগারদের মোকাবেলা করছে তারা।
তবে পরিসংখ্যানের দিকে তাকালে মন খারাপ হতে পারে স্বাগতিকদের। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ৯টি ওয়ানডে খেলে ৬টিতেই হেরেছে তারা। তবুও একাদশে পরিবর্তন আনার আভাস নেই তাদের।
আয়ারল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান/রুবেল হোসেন/তাসকিন আহমেদ।
সম্ভাব্য আয়ারল্যান্ড একাদশ
উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, আন্ডি বালবির্নি, লরকান টাকার, কেভিন ও'ব্রায়েন, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, টিম মুরতাঘ, ব্যারি ম্যাকার্থি, জশ লিটল ও বয়েড র্যাংকিন।