কাশ্মীর ইস্যুতে আকাশযুদ্ধ শেষে এবার বাকযুদ্ধে মেতেছে ভারত-পাকিস্তান। তবে সীমান্ত বা রাজনীতির মাঠে নয়, দুদেশের ক্রীড়াঙ্গনে চলছে এ যুদ্ধ। আর যোদ্ধার ভূমিকায় রয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ও ভারতীয় দলের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।
এবার তোপ দাগালেন গৌতম গম্ভীর। তিনি পাগল আখ্যা দিয়েছেন আফ্রিদিকে। শুধু তাই নয় মানসিক চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন।
আজ শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে আফ্রিদির উদ্দেশে গম্ভীর লেখেন, ‘আফ্রিদি তুমি একজন উন্মাদ। আমরা উন্নতর চিকিৎসার জন্য পাকিস্তানকে এখনও ভিসা প্রদান করছি।’
এর পর আফ্রিদিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘আমি নিজে তোমাকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাব।’
এর আগে আফ্রিদি গম্ভীরকে দাম্ভিক ও ব্যক্তিত্বহীন বলে আখ্যা দিয়েছিলেন। সেই কথার জবাব এভাবে দিলেন গম্ভীর।
দুই ক্রিকেটারের ব্যক্তিগত এই বাকযুদ্ধে ক্রীড়াঙ্গন বিশ্বকাপের আগেই খানিকটা গরম হয়ে উঠল বলে মন্তব্য এসেছে ক্রিকেটবোদ্ধাদের কাছ থেকে।
সম্প্রতি শহীদ আফ্রিদির আত্মজীবনীমূলক বই প্রকাশিত হয়। সেই বইয়ে গৌতম গম্ভীরের বিষয়ে একের পর এক বোমা ফাটানোর মতো তথ্য দেন বিশ্বসেরা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
সেখানে শহীদ আফ্রিদি বলেন, ‘কিছু শত্রুতা ব্যক্তিগত, কিছু পেশাগত। গম্ভীরের ক্ষেত্রে বিষয়টা ব্যক্তিগত পর্যায়ের। গম্ভীর খুবই অহংকারী। তার মানসিকতায় সমস্যা আছে। তার কোনো ব্যক্তিত্ব নেই। সে এমন একটা বিরল চরিত্র, যাকে ক্রিকেটের বড় লজ্জা বলা যায়। তার আহামরি কোনো রেকর্ডও নেই। পুরোটাই অহংকার।’
পাকিস্তানের এই সাবেক অধিনায়ক আরও বলেন, ‘গম্ভীর এমন আচরণ করে, যেন সে ডন ব্র্যাডম্যান ও জেমস বন্ডের চেয়েও বড় কোনো তারকা। করাচিতে এরকম লোকদের আমরা সরিয়াল বলি।’
প্রসঙ্গত খেলোয়াড়ি জীবনে শহীদ আফ্রিদির সঙ্গে গৌতম গম্ভীরের সম্পর্ক সুখকর ছিল না। গম্ভীরের সঙ্গে নিজের সেই তিক্ত সম্পর্কের কথাটিই আত্মজীবনীতে নিয়ে এসেছেন আফ্রিদি।
এদিকে গম্ভীর ভারতের লোকসভার নির্বাচন নিয়ে বেশ ব্যস্ত। পূর্ব দিল্লির বিজেপি প্রার্থী হয়ে লড়ছেন তিনি। ইতিমধ্যে তিনবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেঁসেছেন। তবে এতো ব্যস্ততার মাঝেও আফ্রিদির সেসব মন্তব্যের পাল্টা জবাব দিতে এক মুহূর্ত সময় কম নেননি গম্ভীর।