Logo
Logo
×

খেলা

বিশ্বকাপ থেকে হেলস বাদ পড়ায় ইংলিশ অধিনায়কের প্রতিক্রিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০১৯, ০৬:৫৪ পিএম

বিশ্বকাপ থেকে হেলস বাদ পড়ায় ইংলিশ অধিনায়কের প্রতিক্রিয়া

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে ২১ দিন নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। আর এ কারণেই বিশ্বকাপ দল থেকে এই ওপেনারকে বাদ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বিশ্বকাপ দল থেকে অভিজ্ঞ ওপেনার অ্যালেক্স হেলসের বাদ পড়া নিয়ে ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গান বলেন, ‘আমি এই বিষয়ে কোচের সঙ্গে গভীর আলোচনা করেছি। আমি সকল সিনিয়র ক্রিকেটারদের সাথেও আলোচনা করেছি। আসলে আমিই তাদের আলোচনার জন্য ডেকেছিলাম। এটা দলের সদস্য ও দলের সংস্কৃতিতে কেমন প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা করেছি। গত দেড় বছর ধরে আমরা কঠোর পরিশ্রম করছি দলটাকে উচ্চমানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য।’

ইংলিশ অধিনায়ক আরও বলেন, ‘নিশ্চিতভাবেই অ্যালেক্স (হেলস) তার সম্মান হারিয়েছে। দলের আস্থাও ভেঙেছেন তিনি। এই অবস্থায় তাকে দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্তটাকেও সবাই সমর্থন করছে।’

এর আগে বেন স্টোকসের সঙ্গে বিতর্কের জন্য একবার নিষিদ্ধ হয়েছিলেন হেলস। একইসঙ্গে তাকে গুনতে হয়েছিল সাড়ে ১৭ হাজার পাউন্ড জরিমানা দিতে হয়েছিল।

ইংল্যান্ডের হয়ে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলে ১৪১টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৯টি সেঞ্চুরিতে ৪ হাজার ৬৩৬ রান করেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। 

গত সোমবার বিশ্বকাপ দল থেকে হেলসের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করে ইংলিশ বোর্ড। দলে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সে জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম