Logo
Logo
×

খেলা

ইংল্যান্ড যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯, ০৮:২৯ এএম

ইংল্যান্ড যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল

মোহাম্মদ আশরাফুল। ফাইল ছবি

বিশ্বকাপে অংশ নিতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের সময় ইংল্যান্ডে থাকবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি অবশ্য বিশ্বকাপ চলা অবস্থায় ইংল্যান্ডের কেন্ট প্রিমিয়ার লিগে খেলবেন।  

বর্তমানে ইংল্যান্ডে চলছে রয়্যাল লন্ডন কাপ। ওয়ানডে ক্রিকেটের এই প্রতিযোগিতায় দুর্দান্ত খেলছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আজহার আলী। তবে আশরাফুল খেলবেন কেন্ট প্রিমিয়ার লিগের দল ব্ল্যাকহিথ ক্রিকেট ক্লাবের হয়ে।

ইংল্যান্ডের এই কেন্ট প্রিমিয়ার লিগটি চার মাসব্যাপী হয়। দীর্ঘ এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। 

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলা প্রসঙ্গে আশরাফুল জানান, ‘এই বছর আমি কেন্ট প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছি। সেখানের দল ব্ল্যাকহিথ ক্রিকেট ক্লাবের হয়ে খেলব আমি। এ লিগটি প্রায় সাড়ে চার মাসব্যাপী হয়। আগামী ৪ মে থেকে ওদের ক্রিকেট সিজন শুরু হবে। আশা করছি এই সিজন পুরোটাই খেলতে পারব।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম