নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইংল্যান্ড বিশ্বকাপে ভারতের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সময় দুপুর ২টা ৪১ মিনিটে নির্বাচক কমিটির মিটিংয়ে প্রবেশ করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
এনডিটিভির খবরে বলা হয়, বিরাট কোহলি মিটিংয়ে উপস্থিত হয়েই সংক্ষিপ্ত সময়ে স্কোয়াড ঘোষণার জন্য অনুরোধ জানান। সন্ধ্যা সাড়ে ৭টায় আইপিএলে তার দলের খেলা রয়েছে বলে জানান।
পরে বিকাল ৩টায় প্রধান নির্বাচক এমএসকে প্রাসাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেন।
পাঁচজন স্পেশালিস্ট ব্যাটসম্যান, দুইজন উইকেট কিপার, তিনজন ফাস্ট বোলার, তিনজন অলরাউন্ডার ও দুজন স্পেশালিস্ট স্পিনার দলে সুযোগ পেয়েছেন।
বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শংকর, মহেন্দ্র সিং ধোনি (উইকেট কিপার), কেদার যাদব, দীনেশ কার্তিক, যুযবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবেনশ্বর কুমার, জাসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা ও মোহাম্মদ সামি।