মাঠে যেকোনো পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখতে পারেন মহেন্দ্র সিং ধোনি। যাকে অস্ত্র বানিয়ে ব্যাপক সাফল্য পেয়েছেন তিনি। উল্টো রূপ ধারণ করেও সাফল্য কম পাননি বিরাট কোহলি। আগ্রাসী চরিত্রে অবতীর্ণ হয়েই একের পর এক সাফল্য পেয়েছেন তিনি।
ভারতের সাবেক অধিনায়ক চান্দু বর্দে মনে করেন, বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে সাফল্য পেতে হলে কোহলির গরম মেজাজের সঙ্গে ধোনির ঠাণ্ডা মাথার খুবই দরকার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, মাঠে সবসময় কোহলির গরম (উত্তেজিত) মনোভাব দেখা যায়। সেখানে ধোনির ঠাণ্ডা মেজাজের দর্শন মেলে। এ দুইয়ের সংমিশ্রণ ঘটলেই বিশ্বকাপে আশাব্যঞ্জক ফল পাবে ভারত।
ধোনির নেতৃত্বে দীর্ঘ ২৮ বছর পর শিরোপা খরা ঘোচে ভারতের। ২০১১ সালে তার অধিনায়কত্বে বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া। ক্যাপ্টেন কুলের ক্যাপ্টেন্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপও জেতে মেন ইন ব্লুরা। টেস্টেও একনম্বর স্থান দখল করে। বর্দে মনে করেন, তার এমন অভিজ্ঞতা কাজে আসবে কোহলির।
মাঠে মাঝে মধ্যেই মেজাজ হারিয়ে ফেলেন কোহলি। এমন সময় দলের প্রয়োজন ধোনিকে। তবে ম্যাচ জিততে বর্তমান ভারতীয় অধিনায়কের ক্ষুধাও দরকার।
চান্দু বর্দে বলছেন, ধোনি দলের জন্য বাড়তি পাওনা। তার অভিজ্ঞতা ভীষণ কাজে আসবে। সে কোনো পরিস্থিতিতেই ঘাবড়ে যায় না। সবসময় মেজাজ ঠাণ্ডা ও আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারে; যা অসাধারণ।
তিনি বলেন, ধোনির এমন ঠাণ্ডা মস্তিষ্ক কোহলির কাজে লাগবে। কারণ, সে তার মতো কুল নয়। ও একটু দ্রুতই উত্তেজিত হয়ে যায়। তবে ম্যাচ জেতার জন্য তার ক্ষুধা দলের সব ক্রিকেটারকে অনুপ্রাণিত করবে।