![স্টাম্পে বল লাগার পরও আউট হননি ক্রিস লিন!](https://cdn.jugantor.com/assets/news_photos/2019/04/08/image-164839-1554732819.jpg)
ভাগ্য সহায়তা করলে যা হয়! ক্রিকেটে এমন অহরহ নজির আছে যে, বল স্টাম্পে লাগার পরও ব্যাটসম্যান নট আউট। তার কারণ স্টাম্পের ওপরে থাকা বেল পড়েনি।
এমনই আরও একটি ঘটনা ঘটল রোববার কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়েলসের মধ্যকার ম্যাচে। এদিন প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৩৯ রান করে রাজস্থান।
টার্গেট তাড়া করতে নেমে ৩৭ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে শাহরুখ খানের দলটি।
কলকাতার ইনিংসের চতুর্থ ওভারে বল করছিলেন ধাওয়াল কুলকার্নি। তাকে মোকাবেলা করেন নাইট রাইডার্সের ওপেনার ক্রিস লিন। কুলকার্নির করা বলটি লিনের ব্যাটে লেগে স্টাম্পে গিয়ে আঘাত হানে।
সঙ্গে সঙ্গেই স্টাম্পের বাতি জ্বলে ওঠে। কিন্তু বেল না পড়ায় আউটের সিদ্ধান্ত দিতে পারেননি অস্ট্রেলীয় আম্পায়ার ক্রিস গাফফানি ও ভারতীয় অনিল চৌধুরী।
এর আগে শনিবার চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার আইপিএলের ম্যাচে।
এ দিন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে। টার্গেট তাড়া করতে নেমে ২২ রানে হেরে যায় পাঞ্জাব।
পাঞ্জাবের ইনিংসের ১৩তম ওভারে বল করেন রবিন্দ্র জাদেজা। তার বলে লোকেশ রাহুল সিঙ্গেল নেয়ার চেষ্টা করেন।
কিন্তু উইকেট কিপার ধোনি ব্যাকহ্যান্ডে উইকেটে থ্রো করেন। বল এসে উইকেটে লাগে এবং স্টাম্পের আলোও জ্বলে ওঠে। সেই সময় ক্রিজের বাইরে ছিলেন লোকেশ রাহুল। কিন্তু সৌভাগ্যবশত বেল না পড়ায় জীবন ফিরে পান পাঞ্জাবের ওপেনার।