Logo
Logo
×

খেলা

শাহরুখের মতো বাহুবলিও রাসেলের ব্যাটিংয়ে মুগ্ধ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০১৯, ০৭:৫৩ পিএম

শাহরুখের মতো বাহুবলিও রাসেলের ব্যাটিংয়ে মুগ্ধ

আন্দ্রে রাসেল

মাত্র ১৩ বলে ৪৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। ক্যারিবীয় এ হার্ডহিটার ব্যাটসম্যানের তাণ্ডবে বেঙ্গালুরুর বিপক্ষে ২০৬ রানের টার্গেট ৫ বল হাতে রেখেই টপকে যায়। ৫ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে কলকাতা নাইট রাইডার্স।

বিধ্বংসী ইনিংস খেলা রাসেলের প্রশংসায় মুগ্ধ কলকাতার টিম ম্যানেজমেন্ট। দলটির ফ্রাঞ্চাই মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খান নিজের ভেরিফায়েড পেজ টুইটারে আন্দ্রে রাসেলের বাহুবলি স্টাইলের ছবি পোস্ট করে লেখেন, রাসেল হলো সত্যিকারের চ্যাম্পিয়ন। সে জানে, কী করে ম্যাচ জিততে হয়। তার ব্যাটিংয়ে আমি মুগ্ধ। সে সত্যিকারের একজন ‘মাসালম্যান’।

বলিউড সিনেমার সাড়া জাগানো একটি ছবি হলো ‘বাহুবলি’। সেই ছবিতে অভিনয় করেন নায়ক প্রভাস। তিনি অভিনয় করেন সম্রাট অমরেন্দ্র সিং বাহুবলীর চরিত্রে। যিনি শাসক হিসেবে একার কাঁধে গোটা মহিষমতী সাম্রাজ্যকে বহন করেছিলেন। 

ঠিক তেমনি চলতি আইপিএলে রাসেলের কাঁধে ভর করে একের পর এক জয় পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএলে চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় পায় কেকেআর। তিন ম্যাচেই দলের জয়ের নায়ক রাসেল। 

প্রথম ম্যাচে ১৯ বলে রাসেল করেন অপরাজিত ৪৯ রান। দ্বিতীয় ম্যাচে ১৭ বলে করেন ৪৮ রান। তৃতীয় ম্যাচে ২৮ বলে করেন ৬২ রান। শুক্রবার দলের চতুর্থ ম্যাচে খেলেন ১৩ বলের ৪৮ রানের দানবীয় ইনিংস। কলকাতার এই ক্যারিবীয় ড্যাশিং ব্যাটসম্যান প্রসঙ্গে বাহুবলির চরিত্রে অভিনয় করা নায়ক প্রভাস নিজের ভেরিফায়েড পেজ টুইটারে লেখেন, রাসেল একজন অসাধারণ ক্রিকেটার। তার ব্যাটিংয়ে যে কেউ মুগ্ধ হবে। 

১৩ বলে ৪৮ রানের ইনিংস খেলা প্রসঙ্গে রাসেল বলেন, ‘আমি সবসময়ই আত্মবিশ্বাসী। শেষ দিকে রান রেট বেড়ে গেলেও আমি খুব বেশি চিন্তায় ছিলাম না। আমার বিশ্বাস ছিল দলকে জয় উহার দিতে পারব। একটা পর্যায়ে আমাদের ২৮ বলে প্রয়োজন ছিল ৬৮ রান। এমন কঠিন মুহূর্তের সময়ে আমি শুধু বলে চোখ রেখে হিট করেছি। আমার টার্গেট ছিল প্রত্যেক বলেই ছক্কা হাঁকানোর। যাহোক, সেটা (রানের পাহাড় ডিঙানো) করতে পেরে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি।’

রাসেলের ব্যাটিংয়ে মুগ্ধ কলকাতার অধিনায়ক দিনেশ কার্তিক বলেন, ‘আন্দ্রে রাসেল অবিশ্বাস্য সুন্দর ব্যাটিং করেছে। তার কারণেই আমরা জয় পেয়েছি। সে আমাদের দলে একজন কী (মূল) প্লেয়ার। তবে আমরা আজ শুরুতে অনেক রান দিয়েছি। আমাদের বোলিং নিয়ে আরও কাজ করতে হবে।’

বেঙ্গালুরুর বিপক্ষে ২০৬ রানের পাহাড়সম টার্গেট তাড়া করে জয় পায় কলকাতা। আন্দ্রে রাসেলের ব্যাটিং তাণ্ডবে এ অবিশ্বাস্য জয় পায় কলকাতা নাইট রাইডার্স। দলের হয়ে আন্দ্রে রাসেল মাত্র ১৩ বল খেলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন।

চলতি আইপিএলের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাচ্ছেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের এই অলরাউন্ডারের ব্যাটিং ঝড়ে অবিশ্বাস্য জয় পায় শাহরুখ খানের দলটি।

আইপিএলের চলতি আসরে চার ম্যাচে তৃতীয় জয় পায় কলকাতা। অন্যদিকে এনিয়ে টানা পাঁচ ম্যাচে হেরে যায় বেঙ্গালুরু।

দলের জয়ে মাত্র ১৩ বল খেলে ৩৬৯.২৩ স্টাইকরেটে দৃষ্টিনন্দন ৭টি ছক্কা ও একটি চারের সাহায্যে অপরাজিত ৪৮ রান করেন রাসেল।

শেষ দিকে জয়ের জন্য কলকাতার প্রয়োজন ছিল ১৮ বলে ৫৩ রান। হাতে ছিল ৫ উইকেট।

শেষ দুই ওভারে জেতার জন্য কেকেআরের দরকার ছিল ৩০ রান। নিউজিল্যান্ডের অন্যতম সেরা পেসার টিম সাউদিকে তুলোধুনা করে তার ওভারেই নেন ২৯ রান!

তারপর ৬ বলে এক রান প্রয়োজন ছিল। সেটি ইনিংসের শেষ ওভারের প্রথম বলেই শুবমান গিল নিয়ে নিয়েছেন।

সাউদির আগের ওভারে মোহাম্মদ সিরাজ কোমরের ওপরে দুবার বল করায় তাকে আর বল করতে দেননি আম্পায়ার।

সিরাজের ওভার শেষ করেন স্টয়নিস। রাসেলের নির্দয় মার তার কপালেই জোটে। সেই ওভারে আসে ২৩ রান।

১৯তম ওভারেই খেলার মোড় পাল্টে দেন ক্যারিবীয় ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। টিম সাউদির করা ওই ওভারে ৪টি ছক্কাসহ নিয়েছেন ২৯ রান।

রাসেল ঝড়ের আগে ক্রিস লিনের ৩১ বলে করা ৪৩ রান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অবদান রেখেছেন নিতিশ রানা (৩৭) ও রবিন উথাপ্পা (৩৩)।

ম্যান অব দ্য ম্যাচ হন রাসেল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম