![মূল লক্ষ্যের কথা জানালেন সাকিব-রশিদরা](https://cdn.jugantor.com/assets/news_photos/2019/04/03/image-162740-1554272677.jpg)
নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১১৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছেন অরেঞ্জ আর্মিরা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পরবর্তী ম্যাচে এ পারফর্ম্যান্স ধরে রাখাই এখন মূল লক্ষ্য তাদের।
গতকাল মঙ্গলবার দিল্লির উদ্দেশে হায়দরাবাদ ছেড়েছেন সাকিবরা। এর আগে এক ভিডিওবার্তায় বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান জানান, শেষ ম্যাচে বড় জয়ে দলের সবাই দারুণ আত্মবিশ্বাসী।
তিনি বলেন, আইপিএলে দল দারুণ করছে। আমরা ভালো অবস্থানে আছি। ছেলেরা আত্মবিশ্বাসী। শেষ দুটি ম্যাচে আমরা দুর্দান্ত খেলেছি। আশা করছি, দিল্লির বিপক্ষে এ পারফর্ম্যান্স ধরে রাখতে পারব।
আগামীকাল বৃহস্পতিবার দিল্লির মুখোমুখি হবে হায়দরাবাদ। এর আগে শিখর ধাওয়ান, রিশভ পন্তদের নিয়ে গড়া দলটিকে সমীহই করছেন সাবেক চ্যাম্পিয়নদের দলপতি কেন উইলিয়ামসন।
তিনি বলেন, এটি চ্যালেঞ্জিং। দুদলেরই শক্তিমত্তা প্রায় একই রকম। অবশ্য প্রতিটি ম্যাচই কঠিন। আশা করছি, এ লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।
বেঙ্গালুরুর বিপক্ষে বল-ব্যাট হাতে দারুণ করেছেন রশিদ খান। অলরাউন্ড নৈপুণ্যে দলকে জিতিয়েছেন। আসন্ন ম্যাচেও সেটি ধরে রাখতে চান হায়দরাবাদের আফগান তারকা স্পিনার। তিনি বলেন, আমরা সবাই রোমাঞ্চিত। শেষ ম্যাচে যেমন খেলেছি, তেমন খেলতে মুখিয়ে আমরা।