Logo
Logo
×

খেলা

বিশ্বকাপের স্কোয়াড নিয়ে দ্বিধাদ্বন্দ্বে অস্ট্রেলিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০১৯, ০৬:৩৫ এএম

বিশ্বকাপের স্কোয়াড নিয়ে দ্বিধাদ্বন্দ্বে অস্ট্রেলিয়া

দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। ক্রমেই ঘনিয়ে আসছে স্কোয়াড ঘোষণার দিন। তবে তা নিয়ে সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়া।

আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে ক্রিকেটের সর্বোচ্চ আসর। গত বছর বাজে সময় কাটালেও বিশ্বকাপের আগে ঠিকই জেগে উঠেছেন অজিরা। রীতিমতো হুঙ্কার ছুড়ছেন তারা।

চলতি বছরের শুরুতে ভারত সফরে এসে বদলে যায় অস্ট্রেলিয়া। স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জেতে অ্যারন ফিঞ্চ বাহিনী। পরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানকে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেন তারা।

টানা আট ম্যাচে জয় তুলে নিয়ে রীতিমতো উড়ছে অস্ট্রেলিয়া। ফর্মের তুঙ্গে আছেন ফিঞ্চ। দুই সিরিজে লৌহমানব মূর্তিতে ছিলেন উসমান খাজা। সদ্য নিষেধাজ্ঞামুক্ত হয়েছেন ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথ। আইপিএলে দুর্দান্ত খেলছেন তারা। জাতীয় দলে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন তারা। অনেকে বলছেন, বিশ্বকাপ স্কোয়াডে তাদের জায়গা সুনিশ্চিত। মিডলঅর্ডারের ব্যাটসম্যানও ভালো করছেন।

এখন কাকে বাদ দিয়ে কাকে নেবে, তা নিয়ে সমস্যায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অজি কোচ জাস্টিন ল্যাঙ্গারও জানিয়েছেন, বিশ্বকাপের জন্য এ মুহূর্তে ১৫ সদস্যের দল নির্বাচন করা বেশ জটিল হয়ে গেছে। আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে।

মঙ্গলবার দুবাইতে ল্যাঙ্গার বলেন, আজ বা কাল আমাদের বিশ্বকাপের দল অবশ্যই ঘোষণা করতে হবে। তবে এক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কিছু খেলোয়াড়কে হতাশ করতে হবে। আসলে দল নির্বাচন করাটা এখন আমাদের জন্য চ্যালেঞ্জিং কাজ হয়ে দাঁড়িয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম