Logo
Logo
×

খেলা

জিদান যেন জিয়নকাঠি, রিয়ালের নাটকীয় জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০১৯, ১২:২৫ এএম

জিদান যেন জিয়নকাঠি, রিয়ালের নাটকীয় জয়

জিনেদিন জিদান যেন জিয়নকাঠি। যেখানেই হাত দেন সেখানেই সোনা ফলে। সদ্য খাদের কিনারে থাকা রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। তাতেই পাল্টে গেছে স্প্যানিশ জায়ান্টরা। জয়ের ধারাই ফিরেছে তারা।

সবশেষ লা লিগায় হুয়েস্কাকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল। এ নিয়ে জিদান পুনরায় দায়িত্ব নেয়ার পর সবকটি ম্যাচে হার এড়ালো লস ব্লাঙ্কোরা।  

রোববার রাতে পয়েন্ট টেবিলে তলানিতে থাকা হুয়েস্কার বিপক্ষে মাঠে নামে রিয়াল। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচজুড়ে বল দখলে আধিপত্য দেখায় দলটি। তবে কোনো কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে বসে স্বাগতিকরা। ৩ মিনিটে এজিকুয়েল আভিলার পাস ধরে সফল নিশানাভেদে হুয়েস্কাকে লিড এনে দেন টিনএজার কুচো হার্নান্দেজ।

অবশ্য সমতায় ফিরতে সময় নেয়নি রিয়াল। ২৫ মিনিটে করিম বেনজেমার শট ফিরিয়ে দেন অতিথিদের গোলরক্ষক। ফিরতি বল ধরে ইসকোর উদ্দেশে গোলমুখে বাড়ান ব্রাহিম দিয়াজ। গোললাইনের কাছ থেকে অনায়েসেই তা জালে জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড।

বিরতির পর আক্রমণের গতি বাড়ায় রিয়াল। মুহুর্মুহু আক্রমণে হুয়েস্কাকে ব্যতিব্যস্ত রাখে দলটি। সাফল্যও আসে। ৬২ মিনিটে পেনাল্টি ডি বক্সের ডান সাইড দিয়ে বাঁকানো ক্রস করেন গ্যারেথ বেল। সেটি হেড দিয়ে দানি সারবায়োসোর উদ্দেশে গোলমুখে ঠেলে দেন করিম বেনজিমা। লক্ষ্যভেদে ভুল করেনি সারবায়োস। এতে ২-১ গোলে এগিয়ে যায় গ্যালাকটিকোরা।

তবে লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। ৭৪ মিনিটে মোই গোমেজের ক্রস থেকে দুর্দান্ত হেডে নিশানাবাজি করেন চেইটার। এতে ২-২ গোলে সমতায় ফেরে হুয়েস্কা।

ফলে ফের পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে রিয়াল। তবে শেষদিকে দলকে উদ্ধার করেন বেনজেমা। ৮৯ মিনিটে মার্সেলোর পাস ধরে পেনাল্টি ডি বক্সের বাম পাশ থেকে দারুণ এক বাঁকানো শটে ডানদিক দিয়ে গোল করেন তিনি। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জিদানের শিষ্যরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম