যে কারণে আইপিএলে ‘খেলবেন’ না ইংলিশ তারকা ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০১৯, ১২:১৫ পিএম
গেল আসরের মতো এবারও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতানোর কথা ছিল ডেভিড উইলির। ইতিমধ্যে মাল্টি মিলিয়ন ডলারের এ টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে। তবে শুরুতে আসতে গড়িমসি করেন তিনি। এখনই আসছেন না। শেষ পর্যন্ত নাও পৌঁছতে পারেন এ ইংলিশ অলরাউন্ডার।
কারণটাও স্পষ্ট। আগামী কয়েকদিনের মধ্যেই পৃথিবীর আলো দেখবে দ্বিতীয় সন্তান। অবশ্য আগেই চেন্নাই কর্তৃপক্ষের অনুমতি নিয়েছেন উইলি। জানিয়ে রাখেন-সন্তান জন্মের সময় খেলতে পারবেন না। কারণ তখন স্ত্রীর পাশে থাকবেন।
তবে দ্বিতীয় সন্তানকে কোলে পেতে উইলিকে আরও অপেক্ষা করতে হবে। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, তার স্ত্রীর সন্তান জন্মদানের দিনক্ষণ পেরিয়ে গেছে। এখনো সন্তান ভূমিষ্ঠ না হওয়ায় পিছিয়ে গেছে ২৯ বছর বয়সী ক্রিকেটারের আইপিএলে যোগদানও। কবে চেন্নাইয়ে যোগ দেবেন তা নির্ভর করছে তার স্ত্রীর শারীরিক অবস্থা ও অনাগত সন্তান দুনিয়ায় আগমনের ওপর।
গেল বছর চোটাক্রান্ত কেদার যাদবের জায়গায় উইলিকে ডেরায় ভেড়ায় চেন্নাই। স্পট ফিক্সিংয়ের দায়ে নিষেধাজ্ঞা কাটিয়ে প্রত্যাবর্তনের আইপিএলে দলকে চ্যাম্পিয়ন করতে রাখেন অগ্রণী ভূমিকা। এ বছরও দুর্দান্ত শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দলে পুরনো কম্বিনেশন ফিরে পেতে দ্রুত তাকে চাচ্ছে ধোনি বাহিনী।