Logo
Logo
×

খেলা

ক্রাইস্টচার্চ হামলা নিয়ে দ্বিতীয় দফায় যা বললেন কেন উইলিয়ামসন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০১৯, ১০:৪৮ এএম

ক্রাইস্টচার্চ হামলা নিয়ে দ্বিতীয় দফায় যা বললেন কেন উইলিয়ামসন

ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট বাতিল হয়েছে। নিরাপদে দেশে ফিরে এসেছেন টাইগাররা। তবে থমকে গেছে কিউইদের জীবনযাত্রা। ঘটনার আকস্মিকতায় বিমূঢ় হয়ে পড়েছেন দেশটির জনগণ। ক্রিকেট তারকারাও ব্যতিক্রম নন।

ভয়াবহ সেই সন্ত্রাসী হামলায় শোকে আচ্ছন্ন গোটা ক্রিকেট বিশ্ব। সেই শোক ছুঁয়ে গেছে খোদ নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে। একরকম মুষড়ে পড়েছেন তিনি। ঘটনার এক সপ্তাহ অতিক্রম করলেও এর বিভীষিকা থেকে বেরিয়ে আসতে পারছেন না।  গণমাধ্যমের মুখোমুখি হয়ে সেই কথাই জানিয়েছেন তিনি।

উইলিয়ামসন বলেন, গেল এক মাস এটি বেশ সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ ছিল। তবে যেভাবে এটি শেষ হয়েছে তাতে ক্রিকেট অসুন্দর হয়ে গেছে।

সম্প্রতি ক্রাইস্টচার্চের দুই মসজিদে সশস্ত্র সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হন। আহত হন প্রায় অর্ধশতাধিক। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাংলাদেশ ক্রিকেটাররা। সেই মসজিদেই জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন তারা।

নিজে ওই পরিস্থিতির সম্মুখীন না হলেও ব্ল্যাক ক্যাপস অধিনায়ক ঘটনার ভয়াবহতা আঁচ করতে পারছেন। শান্তিপূর্ণ দেশখ্যাত নিউজিল্যান্ডে এমন ঘটনা ঘটায় লজ্জা প্রকাশ করেছেন তিনি। উইলিয়ামসন বলেন,  আমাদের প্রতিপক্ষ দল (বাংলাদেশ) হ্যাগলি ওভালে হুমকির মুখে পড়েছিল। এমন বর্বর ঘটনার সাক্ষী কেউই হতে চায় না। সফরে আপনি সবসময় নিরাপদ ও স্বস্তিতে থাকতে চাইবেন। এভাবে সিরিজ শেষ হওয়া লজ্জাজনক ব্যাপার। আমি জানি, সবাই ভয়ার্ত ছিলেন।

এর আগে ঘটনার পরপরই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমবেদনা জানান উইলিয়ামসন। সন্ত্রাসবাদের বিপক্ষে বিশ্বকাসীকে একাত্ম হওয়ার আহ্বান জানান। মুসলমানদের ভাই-বোন বলে সম্বোধন করেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম