‘আমার মেয়ে ইসলামী পরিবেশে গড়ে উঠবে সেটাই প্রত্যাশা করি’
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ০৯:২১ এএম
কন্যাকে কোলে নিয়ে শাহরিয়ার নাফীস। ছবি: সংগৃহীত
মঙ্গলবার কন্যাসন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টি-টোয়েন্টির অধিনায়ক শাহরিয়ার নাফীস। মেয়েকে ইসলামী আদর্শে বড় করাই তারকা এই ক্রিকেটারের একমাত্র লক্ষ্য।
বৃহস্পতিবার সন্ধ্যায় যুগান্তরের সঙ্গে একান্ত আলাপে কন্যাসন্তানের নাম প্রসঙ্গে নাফীস জানান, আকিকা দিয়েই সুন্দর একটি নাম রাখব। নাম চূড়ান্ত হয়েছে। কন্যার নাম রাখা হবে মাহপেকার মারইয়াম মুবাশশিরাহ।
বাবার মতো মেয়েও কি ক্রিকেটার হবে? এমন প্রশ্নের জবাবে নাফীস বলেন, ‘না, ওসব চিন্তাভাবনা নেই। মেয়ে মানুষ, একটু ধার্মিক হবে। ইসলামী পরিবেশে গড়ে উঠবে সেটাই প্রত্যাশা করি।’
নাফীসের নয় বছর বয়সের একটি পুত্রসন্তান আছে। তার নাম শাহওয়ার আলী নাফীস।
ছেলেকে নিয়ে নাফীসের স্বপ্ন তারকা ক্রিকেটার হিসেবে গড়ে তোলা।
নাফিস বলেন, আমি বাধ্য করব না। ও যদি ক্রিকেটার হতে চায়, আমার পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাব।
প্রসঙ্গত, জাতীয় দলের হয়ে ২৪টি টেস্ট,৭৫টি ওয়ানডে এবং একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে ৫টি সেঞ্চুরিতে ৩ হাজার ৪৯৩ রান করেন নাফীস। জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া নাফীস ঘরোয়া লিগে নিয়মিত ক্রিকেট খেলে যাচ্ছে।