Logo
Logo
×

খেলা

শচীনের বায়োপিকে অভিনয় করতে মুখিয়ে অনিল কাপুর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০১৯, ১১:৪৬ এএম

শচীনের বায়োপিকে অভিনয় করতে মুখিয়ে অনিল কাপুর

ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারের বায়োপিক তৈরি করতে যাচ্ছে বলিউড।

যেখানে দেশটির ক্রিকেটের সাবেক অধিনায়ক ধোনি ও আজহারউদ্দিনের ক্রিকেটীয় জীবন নিয়ে ছবি তৈরি হয়েছে, সেখানে শচীনের বর্ণাঢ্য ক্যারিয়ার কেন রুপালি পর্দায় এখনও আসছে না সেটিই এক তীর্যক প্রশ্ন।

অবশেষে শচীনের বায়োপিক বানানো হবে তা ঘোষণা হওয়ার আগেই শচীনের ভূমিকায় অভিনয় করতে আগ্রহী অনেক বলি তারকা।

তন্মধ্যে বর্ষীয়ান বলি তারকা অনিল কাপুর অন্যতম। সম্প্রতি তিনি এ বিষয়ে বলেন, আমি শচীনের কেমন ভক্ত তা বলে বোঝানো যাবে না,  আমি তার বায়োপিকে অভিনয় করতে চাই।

সম্প্রতি ‘টোটাল ধামাল’ নামের একটি ছবির প্রমোশনে ভারতীয় গণমাধ্যম আইএএনএসকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি এভাবে নিজের মনের কথা জানান।
 
অনিলের এমন উচ্ছ্বাসে তাল মিলিয়েছে ভক্তসহ অনেক বলি তারকা। তারা বলছেন, অনিল কাপুর একজন শক্তিমান অভিনেত্রী।

শচীনের মতোই দীর্ঘ অভিনয়ের ইনিংস তার। তিনি একজন ভার্সেটাইল অভিনেতা। এ পর্যন্ত রুপালি পর্দায় বিভিন্ন ঘরনার চরিত্রে তাকে দেখা গেছে। ক্রিকেটের শচীনকে তিনি ভালোই ফুটিয়ে তুলতে পারবেন বলে আশা করছেন তারা।

এ বিষয়ে আরও বলেন, অভিনয় হলো এমন একটি মাধ্যম, যা দিয়ে দর্শকের সঙ্গে অভিনেতার যোগাযোগ স্থাপন করা হয়।
এ ছবিতে অভিনয় করে তিনি ভারতীয় ক্রিকেট জগতে অংশ নিতে চান তিনি।

শচীনের বায়োপিকে এই বর্ষীয়ান অভিনেতাকে দেখা যাবে কিনা তা এখনই জানা না গেলেও অভিনব বিন্দ্রার বায়োপিকে নিজের ছেলে হর্ষবর্ধনের সঙ্গে খুব শিগগিরই দেখা মিলবে অনিল কাপুরের।

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম