Logo
Logo
×

খেলা

বাংলাদেশের বিপক্ষে প্রমাণ দেবেন মুনরো?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৯ পিএম

বাংলাদেশের বিপক্ষে প্রমাণ দেবেন মুনরো?

সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ড স্কোয়াডে জায়গা হারান কলিন মুনরো। তার স্থানে খেলেন হেনরি নিকলস। বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে নিকলসকেই খেলাবে কিউইরা। তবে তৃতীয় ওয়ানডেতে ফিরবেন মুনরো। একে এ ওপেনারের জন্য দারুণ সুযোগ দেখছেন কোচ ক্রেইগ ম্যাকমিলান।

নিউজিল্যান্ড ব্যাটিং কোচ বলেন, ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে এসে ৪০ বলে ৭২ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেছে মুনরো। সামনে ফের নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছে সে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্কোয়াডে আছে ও। আমি তাকে এ সুযোগ দুই হাতে লুফে নিতে বলব।

ক্রেইগ ম্যাকমিলান বলেন, বাংলাদেশ সিরিজের শেষদিকে আরেকটি সুযোগ পাবে মুনরো। তার জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। বাকি ক্রিকেটারদের মতো সুযোগটা তাকে দুই হাতে লুফে নিতে হবে। সবাইকে টানা পারফরম করে দলে থাকতে হবে। গেল ম্যাচে সে ভালো করেছে। দেখিয়ে দিয়েছে কতটা ভয়ঙ্কর হতে পারে ও। আশা করি, সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপ দলে নিজের জায়গার দাবি জোরালো করবে বাঁহাতি ব্যাটার।

ভারতের বিপক্ষে বিধ্বংসী ইনিংস খেলে নিউজিল্যান্ড বিশ্বকাপ স্কোয়াডে নিজের জায়গার দাবি জানিয়ে রেখেছেন মুনরো। এবার মাশরাফি বাহিনীর বিপক্ষে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারলে আশা বেঁচে থাকবে তার।

১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে গড়াচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ওয়ানডে ক্রাইস্টচার্চে। সিরিজের শেষ ম্যাচটি হবে ডানেডিনে, ২০ ফেব্রুয়ারি। সফরকারীদের বিপক্ষে লড়তে প্রস্তুত কেন উইলিয়ামসন বাহিনী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম