Logo
Logo
×

খেলা

আসলে সবকিছুরই অভিজ্ঞতা হয়েছে: আশরাফুল

Icon

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ: ০২ জানুয়ারি ২০১৯, ০৭:৪৫ পিএম

আসলে সবকিছুরই অভিজ্ঞতা হয়েছে: আশরাফুল

মোহাম্মদ আশরাফুল

ফিক্সিং ঘটনায় পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফের বিপিএলে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে চিটাগাং ভাইকিংসের হয়ে খেলবেন আশরাফুল।   

বুধবার মিরপুরে অনুশীলন শেষে বিপিএলে ম্যাচ ফিক্সিং সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, আমি যে অন্যায় করেছি সেটার কারণে কিন্তু আমি পাঁচ বছর নয় মাস বাইরে ছিলাম। যেহেতু আমি অন্যায় স্বীকার করেছি এবং প্রায়শ্চিত্ত পেয়েছি।

এক প্রশ্নের জবাবে জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল বলেন, আসলে সবকিছুরই অভিজ্ঞতা হয়েছে। বাংলাদেশের হয়ে দ্বিতীয় টেস্ট থেকেই আমি দলে ছিলাম। আমি আসলে এর জন্যই অপেক্ষা করছিলাম গত পাঁচটি বছর। যদিও আমার এখানে আসা অ্যালাউ ছিলো নিয়মিত। তবে এরপরও আমি অনুশীলন পর্বটি আমার বাসার ওখানেই করতাম। এত দূর আসতাম না।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় পরিপূর্ণতা পেল কিনা? এমন প্রশ্নের জবাবে টেস্টের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান বলেন, হ্যাঁ এটি সত্যি কথা যে বাংলাদেশ দলের জার্সিটি আবারও পড়তে চাই। পাঁচ বছর পর আমি বিপিএলে খেলার সুযোগ পেয়েছি। চেষ্টা করব ভালো খেলে জাতীয় দলে জায়গা করে নিতে। 

পাঁচ বছর পর ফেরা নিয়ে আশরাফুল বলেন, আসলে খুবই ভালো লাগছে। গত দুই বছর প্রথম শ্রেণির এবং ঢাকা প্রিমিয়ার লীগে খেলতে পেরেছিলাম। কিন্তু এই খেলাগুলো আসলে সম্প্রচার হয় না। বিপিএল একটি আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট। এখানে খেলতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। চিটাগাং ভাইকিংসের মালিককেও ধন্যবাদ আমাকে দলে নেয়ার জন্য।

আশরাফুল আরও বলেন, অবশ্যই চ্যালেঞ্জের হবে। এটি একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট, এখানে ভালো খেললে কাউন্ট হয়। আমার যেহেতু অভিজ্ঞতা আছে, আমি ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি এবং প্রথম দুই আসর বিপিএলে খেলেছিলাম। সেখানে চ্যাম্পিয়ন দলের অংশ ছিলাম এবং ভালো খেলেছিলাম। চিটাগাং ভাইকিংসের হয়ে এবারও ভালো খেলার চেষ্টা করব। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম