Logo
Logo
×

খেলা

ঐতিহাসিক জয়ের দিনে বাবা হলেন রোহিত শর্মা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:১৩ পিএম

ঐতিহাসিক জয়ের দিনে বাবা হলেন রোহিত শর্মা

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে ১৩৭ রানে হারিয়েছে ভারত। এ নিয়ে ৩৭ বছর পর অজিদের সেখানে হারাল টিম ইন্ডিয়া। ঐতিহাসিক জয়ের দিনে সুখবর পেয়েছেন রোহিত শর্মা। বাবা হয়েছেন তিনি।

রোববার রোহিতের স্ত্রী রীতিকা সাজদে কন্যাসন্তানের জন্ম দেন। নিজের ইনস্টাগ্রামে এ খবর দেন বলিউড অভিনেতা সোহেল খানের স্ত্রী সীমা খান। তিনি লেখেন- কন্যাসন্তান। ফের মাসি হলাম।

এখন অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ় খেলতে ব্যস্ত রোহিত। বাবা হওয়ার কথা জানতেন তিনি। কয়েক দিন আগে সাবেক অজি অধিনায়ক মাইকেল ক্লার্ককে দেয়া সাক্ষাৎকারে হিটম্যান বলেন, বাবা হওয়ার জন্য তর সইছে না। গেম চেঞ্জিং মুহূর্ত আসছে আমাদের জীবনে।

টিম পেইন বাহিনীর বিপক্ষে খেলার জন্য সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে পারেননি রোহিত। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, স্ত্রীর পাশে থাকতে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। ফলে সিডনি টেস্ট খেলতে পারবেন না বিস্ফোরক ওপেনার।

চার ম্যাচ টেস্ট সিরিজে ২-১ এগিয়ে ভারত। তাতে ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন রোহিত।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম