Logo
Logo
×

খেলা

ওয়ার্নারই আমাকে বল বিকৃতি করতে বলেছে: ব্যানক্রফট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৬ এএম

ওয়ার্নারই আমাকে বল বিকৃতি করতে বলেছে: ব্যানক্রফট

ক্যামেরন ব্যানক্রফট। ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি বছরের মার্চে টেস্টে বল বিকৃতির অভিযোগে নিষিদ্ধ হন অস্ট্রেলার তিন ক্রিকেটার।  বিতর্কিত সেই কেপটাউন টেস্টে শিরিষ কাগজ দিয়ে বল ঘষতে দেখা যায় ক্যামেরন ব্যানক্রফটকে। যে কারণে নয় মাসের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তিনি। তবে ব্যানক্রফট জানিয়েছেন তাকে এই কাজ করার নির্দেশ দিয়েছেন দলের সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার।

গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে বল-বিকৃতির সেই ঘটনা নাড়িয়ে দিয়েছিল ক্রিকেটবিশ্বকে। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বছরের জন্য নির্বাসিত করে অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নারকে। নির্বাসিত হন ব্যানক্রফটও। 

বল বিকৃতির সেই ঘটনা প্রসঙ্গে সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্যানক্রফট বলেন, ‘ডেভিড ওয়ার্নারই আমাকে এটা করতে বলেছিল। ম্যাচে তখন আমাদের যা অবস্থা ছিল, তার পরিপ্রেক্ষিতেই এটা বলেছিল। আমি আর কিছু জানি না। আমি নিজেকে মূল্যবান মনে করতে চেয়েছিলাম। দলে মানিয়ে নেওয়াও ছিল উদ্দেশ্য। আর সেই ভুলেরই বিশাল মাশুল দিতে হচ্ছে আমাকে।’

অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ৮টি টেস্ট এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ২৬ বছর বয়সী ব্যানক্রফট আরও বলেন, ‘আমার কাছে অন্য সিদ্ধান্ত নেওয়ার সুযোগও ছিল। কিন্তু আমি বিশাল বড় ভুল করেছি। আর এটা আমার নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। এখন সেই ভুলের মাশুল দিচ্ছি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম